শরীরের কোথায় তিল থাকলে কি হয় ? Significance of Moles on Body in Bengali

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে  স্বাগত জানাই । আজকের এই পোস্টটিতে আলোচনা করবো প্রাচীন সমুদ্র শাস্ত্র এবং চীনা জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শরীরে তিলের অবস্থান দেখে ভাগ্য এবং চরিত্র নির্ধারণের পদ্ধতি সম্পর্কে ।

Significance of Moles on Body in Bengali

আপনি কি জানেন প্রাচীন সমুদ্র শাস্ত্র এবং চীনা জ্যোতিষ শাস্ত্র অনুসারে শরীরের কিছু বিশেষ স্থানে তিল, কারোও ভাগ্যের সাথে সাথে বলে দিতে পারে তার চরিত্রের ব্যাপারেও । অর্থাৎ শুধুমাত্র তিলের অবস্থান দেখে আপনি কারো চরিত্রের ব্যাপারেও অনেক কিছুই জেনে নিতে পারেন । যদিও অনেকেই এটি কুসংস্কার বলে মনে করেন তবুও কিন্তু এটি জানার প্রতি মানুষের আগ্রহ কম নয় । বিজ্ঞান মতে যখন শরীরের কোনো স্থানে একসাথে অনেক কোষের জন্ম হয় তখন তিলের সৃষ্টি হয় কিন্তু কথায় আছেন যুক্তির পাশেই রয়েছে বিশ্বাসের অবস্থান, আর বিশ্বাস মানুষকে দেয় আলাদা তথ্য, যা যুগ যুগ ধরে চলে আসছে ।

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?


জ্যোতিষ শাস্ত্র অনুসারে পুরুষ বা নারীর শরীরের বিভিন্ন অংশে স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে । শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম তিল থাকতে পারে । কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে অশুভ । তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন, এই তাৎপর্য নির্ভর করে মূলত চারটি বিষয়ের উপর - সেগুলি হল তিলের আয়তন, রং, কোষময়তা ও আকার ।

তিল খুব গাঢ় রঙের হলে বা তিলের উপর কেশরাশি থাকলে লক্ষণ অশুভ তবে স্থান ভেদে এই তাৎপর্য বদলে যায় ।
বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের শরীরের ডান দিকে এবং নারীদের শরীরের বাম দিকে তিল থাকা শুভ লক্ষণ বলে মনে করা হয় ।



উপরের ভিডিওটির নির্মিত হয়েছে নানা প্রাচীন পুস্তক, ম্যাগাজিন, এবং ইন্টারনেট থেকে পাওয়া তথ্যে ভিত্তিতে । তবুও তিল নিয়ে এই ধারণা কতটা ঠিক বা আদৌ ঠিক কিনা তা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে । আপনার মতামত ভিডিওটির নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

১. মাথা : মাথার ডান দিকে তিল ভালো রাজনীতিবিদদের পরিচয় এবং তা যদি লাল কিংবা সবুজ হয় তাহলে সেই ব্যাক্তির মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে ।
মাথার বাম দিকে তিল থাকলে বিয়ে না হবার সম্ভাবনা খুব বেশি বা বিয়েতে বাধা, এই ধরণের মানুষেরা খুব ভ্রমণ প্রিয় ।
আর কোনো পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রী কে খুব ভালোবাসবেন, প্রচুর অর্থ উপার্জন করবেন কিন্তু সমাজে নাম ডাক হবে না ।

২. কপাল : কপালে তিল থাকার অর্থ বৃহস্পতির প্রাধান্য । তবে বৃহস্পতির এই কৃপা অবশ্যই তিলের অবস্থানের উপর নির্ভর করে ।
যদি কপালের ঠিক মাঝখানে তিল থাকে তাহলে সেই ব্যাক্তি খুবই বুদ্ধিমান এবং তার বিবেচনা করার ক্ষমতা খুবই প্রবল ।
যদি কপালের ডানদিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তি বুদ্ধিমান এবং ভালো জীবন সঙ্গী হতে পারেন ।
যদি কপালের বাম দিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তিকে খুবই ভাগ্যবান বা lucky  বলা চলে ।

৩. ভ্রূ : ডান ভ্রূতে তিল অর্থপ্রাপ্তির যোগ তৈরী করে । এই ধরণের মানুষেরা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং ভালো কাজ করার জন্য নিজেকে নিয়ে খুশি থাকেন ।
বাম দিকের ভ্রূতে তিল থাকলে জীবনযাপন খুব সাধারণ হয় এবং এই ধরণের মানুষেরা  খুব হিংসা পরায়ণ হয়ে থাকেন ।
আর দুই ভ্রূর মাঝখানে তিল থাকলে সংসারে অশান্তি হবে সেই ব্যক্তির ।

৪. চোখের পাতা : চোখের পাতায় তিল থাকা নারী বা পুরুষ সংবেদনশীল হয়ে থাকেন । যেকোনো চোখের পাতার যদি যদি মাঝামাঝি জায়গায় তিল থাকে তাহলে সেই ব্যক্তি আর্থিক দিক থেকে স্বচ্ছল, তার টাকা পয়সা জনিত অভাব হবে না ।
যদি ডান চোখের পাতায় তিল থাকে তাহলে খুব কম বয়েসে বিয়ের সম্ভাবনা এবং খুব ভালো স্ত্রী পাবার যোগ থাকে । এই ধরণের মানুষের ভাগ্য খুব ভালো হয় ।
বাম চোখের পাতায় তিল থাকলে ভাগ্য খুব খারাপ । প্রচুর অর্থ উপার্জন করলেও সঞ্চয় করতে পারবেন না ।

৫. চোখ : ডান চোখের মনিতে তিল থাকলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং উচ্চ ভাবনা চিন্তা যুক্ত স্বভাব থাকবে  আর বাম চোখের মনিতে তিল থাকলে সেই ব্যক্তি ভীষণ রাগী স্বভাবের এবং অনেক মহিলার সাথে মেলামেশা করায় বদনামের ভাগী হবার সম্ভাবনা রয়েছে । চোখের মনিতে তিল থাকলে এই ধরণের মানুষেরা খুব ভাবুক প্রকৃতির হন ।
চোখের একটু  নিচের দিকে তিল থাকলে তা অধ্যাবসায়ের লক্ষণ অর্থাৎ পড়াশোনাতে ভালো ।
এবং ডান চোখের একটু উপরের দিকে তিল থাকলে এরা খুব ভালো যৌন সঙ্গী হয়ে উঠতে পারেন ।

৬. কান : কানের সামনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি আর্থিক দিক থেকে স্বচ্ছল হলেও অমিতব্যয়িতার কারণে সঞ্চয় খুব একটা করতে পারে না । অনেক সময় তিলের স্থানভেদে জলে ডুবে মৃত্যুর যোগ থাকে ।
কানের পিছনের দিকে তিল থাকলে খুব ধনী পরিবারের মেয়ের সাথে বিবাহ যোগ থাকে

৭. থুতনি : পুরুষের থুতনিতে যাদের তিল রয়েছে, তারা খুবই যত্নবান এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। এমন মানুষরা ঘুরতে ভালবাসেন।
থুতনির ডানদিকে তিল থাকলে সে মানুষ যুক্তিবাদী হন আর বাঁ দিকে তিল থাকলে স্পষ্ট কথা বলতে ভালবাসেন।
স্ত্রীর থুতনিতে তিল থাকলে খুব রুক্ষ স্বভাবের হতে পারেন এবং সহজে মেলামেশা করতে পারেন না ।

৮. গাল : গালে তিল থাকার অর্থ সেই মানুষটি বেশ বুদ্ধিমান ও মেধাবী। চাইলে ভাল অ্যাথলিটও হতে পারেন। তবে এরা বেশ রগচটাও হয়ে থাকেন এবং খুব ছোট ছোট কারণে রাগ করে ফেলেন ।

৯. নাক : নাকে তিল থাকলে সে মানুষ খুবই পরিশ্রমী ও ভাল বন্ধু হয়ে থাকেন। এদের আত্মসম্মানবোধ খুব প্রবল।
নাকের ডানদিকে তিল থাকলে তার যৌন চাহিদা খুব বেশি হয় এবং এই ধরণের মানুষেরা দীর্ঘজীবী, ধনবান ও অধ্যাবসায়ী হয়ে থাকে কিন্তু নাকের বাম দিকে তিল থাকার অর্থ মানুষটিকে সবকিছু খুব কষ্ট করে পেতে হবে । এই ধরণের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মূর্খ প্রকৃতির এবং অপব্যয়ী হয়ে থাকে ।

১০. ঠোঁট: ঠোঁটে তিল থাকা মানুষরা জীবনে সবসময় সামনের দিকে তাকাতে পছন্দ করেন। এই ধরণের মানুষেরা কথা বলতে ও খেতে বেশ ভালবাসেন। হৃদয় ভালোবাসতে ভরপুর থাকে কিন্তু যদি ঠোঁটের একটু নিচের দিকে তিল থাকে তাহলে অধিক বিলাসিতার কারণে জীবন দারিদ্রতায় কাটাতে হতে পারে ।
আর কামসূত্র অনুসারে যদি ঠোঁটের একটু উপরে তিল থাকে তাহলে শারীরিক চাহিদা অত্যন্ত বেশি । বলতে গেলে ঠোঁটের উপর বা নিচে তিল দুই ক্ষেত্রেই বিলাসিতার লক্ষণ ।

১১. গলা : গলায় তিল থাকলে ভাগ্যোন্নতি হয় । তবে সেই তিল নারী বা পুরুষ দুই ক্ষেত্রেই যদি ডান দিকে হয় তাহলে শুভ । বাম দিকে থাকলে অনেক সময় সম্পদ হানি ঘটে থাকে । পুরুষের গলায় তিল থাকলে সেই পুরুষ স্ত্রীর খুবই ভালোবাসা পেয়ে থাকেন ।

১২. জিহ্বা বা জিভ : জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনাতে বাধা আসতে পারে, স্বাস্থ খারাপ যাবে কিন্তু জিভের ডোগাতে বা অগ্রদেশে তিল থাকলে সেই মানুষ একজন ভালো বক্তা হয়ে উঠতে পারেন এবং বুদ্ধিমান হন ।

১৩. কাঁধ : যদি ডান কাঁধে তিল থাকে তাহলে তা সাহসিকতার প্রতীক যদি বাম কাঁধে তিল থাকে তাহলে ঝগড়ুটে স্বভাবের হয়ে থাকে ।

১৪. ঘাড় : ঘাড়ের বাম দিকে তিল থাকলে প্রেম বা দাম্পত্য সম্পর্ক সুখের হয়ে থাকে কিন্তু অসৌভাগ্যের চিহ্ন ।

১৫. পিঠ : পিঠে তিল থাকা উদারতা এবং দয়ালু স্বভাবের প্রতীক । এই ধরণের মানুষেরা খুব সাহসী এবং যুক্তিবাদী হন । এরা যেমন অন্যের পরামর্শ শোনেন তেমনি অন্যকে পরামর্শ দিতেও ভালোবাসেন । যুক্তিতর্কে এদের সাথে পেরে ওঠা ভার ।
পিঠের নিচের দিকে তিল থাকা পুরুষ একটু আরামপ্রিয় হন এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ খুব প্রবল ।
পিঠের নিচের দিকে তিল থাকা মহিলারা খুব আবেদনময়ী ।

১৬. হাত:  হাতে যাদের তিল রয়েছে তারা খুবই পরিশ্রমী ও দক্ষ হয়ে থাকতেন। যে কোনো কাজে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। পুরুষের যদি ডান হাতে তিল থাকে তাহলে তা শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক এবং আর্থিক দিক থেকে এরা স্বচ্ছল হন  কিন্তু যদি বাম হাতে তিল থাকে তাহলে দুর্ভাগ্য পিছু ছাড়তে চায় না, ঝগড়ুটে স্বভাবের হয়ে থাকে এবং সব কিছু কষ্ট এবং পরিশ্রম করে অর্জন করতে হয় । বুদ্ধিমান হয় এরা কিন্তু ভালো বুদ্ধির থেকে খারাপ বুদ্ধি মাথায় আসে বেশি । নারীদের ক্ষেত্রে এর বিপরীত ।

১৭. হাতের তালু : ডান হাতের তালুতে তিল ধৈর্যশীলতা, বুদ্ধিমত্তা এবং ভালো ভাগ্যের প্রতীক এবং  বাম হাতের তালুতে তিল থাকলে সেই ব্যাক্তির ধনী হবার সম্ভাবনা থাকে ।

১৮. হাতের আঙ্গুল : আঙুলে তিল থাকা খুব একটা শুভ নয় । জীবনে অনেক বাধা আসতে পারে ।
বৃদ্ধা আঙুলে তিল থাকলে ব্যাক্তি সদ ব্যবহার যুক্ত, কর্মঠ এবং ন্যায়প্রিয় হন ।
তর্জনিতে তিল থাকলে বিদ্বান, গুণী এবং ধনী হন । তবে শত্রূদের কারণে সমস্যায় থাকেন ।
মধ্যমাতে তিল থাকলে ব্যাক্তি সুখী হন ।
অনামিকাতে তিল থাকলে ব্যাক্তি জ্ঞানী ও পরাক্রমী হন ।
কনিষ্ঠা আঙুলে তিল থাকলে ব্যক্তি খুব ধনী হওয়া সত্ত্বেও জীবনে অনেক কষ্ট আসে ।


১৯. বুক : বুকে তিল সুস্থ দেহ এবং ভাগ্যের প্রতীক । যদি নারীর বুকে তিল থাকে বা যদি কোনো নারীর ভাগ্যক্রমে বক্ষযুগলে তিল থাকে তাহলে সেই নারী খুবই ভাগ্যবান । বুকে তিল থাকা নারীরা খুব ভালো মা হয়ে উঠতে পারেন এবং এদের সন্তানেরা খুবই ভাগ্যবান ।

২০. পেট : পেটের মধ্যপ্রদেশে তিল থাকার অর্থ মানুষটি আধ্যাত্মিক। ডানদিকে তিল থাকলে অর্থভাগ্য ভাল হয়, তবে বাদিকে যাদের তিল রয়েছে তারা বেশ হিংসুটে হয়ে থাকেন। এবং নাভির কাছে তিল থাকলে সেই মানুষ খুব পেটুক স্বভাবের । বেশিরভাগ ক্ষেত্রে পেটে তিল থাকা মানুষেরা নিজেরা খেতে ভালোবাসেন কিন্তু অন্যকে খাওয়ানো পছন্দ করেন না এবং একটু স্বার্থপর স্বভাবের হয়ে থাকেন ।


২১. পায়ের পাতা : পায়ের পাতায় তিল ভ্রমণের যোগ তৈরী করে এবং এই ধরণের মানুষেরা ঘুরতে খুব ভালোবাসেন । যদি ডান পায়ের পাতায় তিল থাকে তাহলে ভ্রমণ খুব শুভ হয় এবং বাম পায়ের পাতায় তিল থাকলে অনেক সময় ভ্রমণ নিষ্ফল এবং অর্থবহুল হয়ে থাকে ।

২২. হাঁটু : ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্ত জীবন সুখের হয় এবং বাম হাঁটুতে তিল থাকলে দাম্পত্য জীবন দুঃখের হয়ে থাকে ।


২৩. গোড়ালি : গোড়ালিতে তিল থাকা মানুষেরা পন্ডিত স্বভাবের হন এবং উপদেশ দিতে পছন্দ করেন । মেয়েদের গোড়ালিতে তিল থাকলে তারা কাজকর্মে খুব চটপটে এবং দক্ষ হন ।

২৪. নিতম্ব : পুরুষের নিতম্বে তিল তার কামুক এবং আবেদনময়ী স্বভাবের ইঙ্গিত দেয় অপরপক্ষে মহিলাদের নিতম্বে তিল থাকলে তা বেশি সন্তান প্রজন্মের ইঙ্গিত দিয়ে থাকে । তারা পুরুষদের তুলনায় অধিক কামুক স্বভাবের হয়ে থাকেন যা তাদের দাম্পত্য জীবনে অনেক সময় কাল হয়ে দাঁড়ায় ।

২৫. যৌনাঙ্গ : যৌনাঙ্গ বা আশেপাশে তিল থাকলে সেই মানুষ খুব সৎ এবং খুব ভালো জীবন সঙ্গী হয়ে উঠতে পারেন । অধিক কামুক স্বভাবের হন যার কারণে কিছু শারীরিক সমস্যায় ভুগতে হতে হয় অনেক সময় । এরা ভালো জীবনসঙ্গী হবার সাথে সাথে খুব ভালো বন্ধুও হয়ে উঠতে পারেন ।

যাই হোক বন্ধুরা, যদি আপনার শরীরেরও কোনো বিশেষ স্থানে তিল রয়েছে, আর তার মানে আপনি জানতে চান, তাহলে পোস্টটির নিচে কমেন্ট করে জানান, আমি তার মানে বলে দেব ।


আজকের মতে এতটাই খুব তাড়াতাড়ি হাজির হবো আর একটি নতুন ভিডিও এবং পোস্ট, আর কিছু নতুন জ্ঞান নিয়ে । দেখতে থাকুন আর জানতে থাকুন । যদি হিন্দু শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে এখুনি নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর সাথে পাশের বেল আইকনটিতেও ক্লিক করুন যাতে করে যখনি এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেতে পারেন ।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
#Hindu_Shastra_Gyan


Post a Comment

0 Comments