নমস্কার, হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকের ভিডিওটি বাস্তুশাস্ত্র সম্পর্কিত । আজকের এই ভিডিওটিতে জানবেন, ঘরের সুখ শান্তি এবং সার্বিক উন্নতির জন্য, বাস্তুশাস্ত্র মতে এবং চীনা ফেংশুই মতে, বাড়ির কোনদিকে, কি রকম আকারের এবং কি রঙের দেয়াল ঘড়ি টাঙানো উচিত । এবং বাড়ির কোন দিকে বা কোথায় কোথায় একেবারেই ঘড়ি রাখা উচিত নয় ।
বাস্তুমতে বাড়িতে সময় দেখার যন্ত্র বা ঘড়ির অবস্থান, ঘরে পজেটিভ বা নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ঘরের মানুষদের উপর তার প্রভাব ফেলতে পারে । তাই যদি বাস্তুর নিয়ম মেনে সঠিক দিকে, সঠিক দেয়াল ঘড়ি টাঙান তাহলে আপনার সাফল্যতে কোনো বাধা আসবে না ।
ঘরের পূর্ব এবং উত্তর দিকে ঘড়ি টাঙানো শুভ তবে যদি জায়গা না থাকে তাহলে পশ্চিম দিকের দেয়ালেও ঘড়ি টাঙাতে পারেন কিন্তু ঘর হোক বা দোকান, দক্ষিণদিকের দেয়ালে কখনোই ঘড়ি টাঙাবেন না, তাহলে কিন্তু উন্নতিতে বাধা আসবে ।
আর যদি বেডরুমে ঘড়ি টাঙান তাহলে পূর্ব দিক সবথেকে শুভ এবং সম্ভব না হলে উত্তরদিকের দেয়ালে রাখতে পারেন ।
মনে রাখবেন যদি আপনার খাবার ঘর আলাদা রয়েছে, যেখান সকলে বসে খাবার খান, সেখানে ঘড়ি না রাখাই ভালো, কারণ এটা বাস্তুমতে স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে ।
স্বামী-স্ত্রীর শোবার বিছানার খুব কাছে বা বিছানার পাশের টেবিলে বা বালিশের নিচে ছোট হাত ঘড়ি বা সময় দেখার কোনো রকম যন্ত্র না রাখাই ভালো । কারণ এরকম করলে দাম্পত্য সম্পর্কে কলহ দেখা দেয় ।
দরজার উপর কখনোই ঘড়ি টাঙাবেন না । এতে ঘরে নেগেটিভ এনার্জির বাস হয় । এবং পরিবারের সদস্যদের নানা সমস্যায় পড়তে হয় ।
বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে স্বভাবে নেতিবাচক অবগুন ফুটে উঠে ।
বাড়িতে পেন্ডুলাম যুক্ত ঘড়ি টাঙানো খুবই শুভ মনে করা হয় এবং মনে করা হয় এতে ঘরের সব খারাপ সময় পার হয়ে যায় ।
বেডরুমে সব সময় গোলাকার ঘড়ি রাখা উচিত, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে ।
বাড়িতে কমলা বা সবুজ এবং দোকানে কালো বা ঘন নীল রংয়ের ঘড়ি কখনওই লাগাবেন না।
ঘড়ি যেন বাড়িতে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে না থাকে বা যদি বাড়িতে কোনো খারাপ ঘড়ি রয়েছে তাহলে দ্রুত সেটি সারাবার বা সারানো না গেলে, তাকে ঘর থেকে বাইরে ফেলার ব্যবস্থা করুন । বন্ধ পড়ে থাকা ঘড়ি ঘরের উন্নতির এবং ঘরের মানুষদের সাফল্যের পথ বন্ধ করে দেয়, সাথেই ঘরে নেগেটিভ এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে ।
পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়ির সদস্যদের জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা বাড়ে এবং উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়িতে পয়সার অপচয় বন্ধ হয়।
আজকের পোস্টটিতে, বাস্তুমতে ঘড়ি টাঙানোর সমস্ত তথ্য দেওয়া হলো । আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ।
যদি আপনি নানা ধর্ম সম্পর্কিত বা বাস্তু, জ্যোতিষ, আয়ুর্বেদ এবং যোগ ও প্রাণায়াম সম্পর্কিত পুস্তক পড়তে ইচ্ছুক তাহলে হিন্দু শাস্ত্র জ্ঞানের অনলাইন লাইব্রেরি ভিজিট করতে পারেন ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
Wall Clock Direction or Position according to Vastu Shastra
ঘরের পূর্ব এবং উত্তর দিকে ঘড়ি টাঙানো শুভ তবে যদি জায়গা না থাকে তাহলে পশ্চিম দিকের দেয়ালেও ঘড়ি টাঙাতে পারেন কিন্তু ঘর হোক বা দোকান, দক্ষিণদিকের দেয়ালে কখনোই ঘড়ি টাঙাবেন না, তাহলে কিন্তু উন্নতিতে বাধা আসবে ।
আর যদি বেডরুমে ঘড়ি টাঙান তাহলে পূর্ব দিক সবথেকে শুভ এবং সম্ভব না হলে উত্তরদিকের দেয়ালে রাখতে পারেন ।
মনে রাখবেন যদি আপনার খাবার ঘর আলাদা রয়েছে, যেখান সকলে বসে খাবার খান, সেখানে ঘড়ি না রাখাই ভালো, কারণ এটা বাস্তুমতে স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে ।
স্বামী-স্ত্রীর শোবার বিছানার খুব কাছে বা বিছানার পাশের টেবিলে বা বালিশের নিচে ছোট হাত ঘড়ি বা সময় দেখার কোনো রকম যন্ত্র না রাখাই ভালো । কারণ এরকম করলে দাম্পত্য সম্পর্কে কলহ দেখা দেয় ।
দরজার উপর কখনোই ঘড়ি টাঙাবেন না । এতে ঘরে নেগেটিভ এনার্জির বাস হয় । এবং পরিবারের সদস্যদের নানা সমস্যায় পড়তে হয় ।
বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে স্বভাবে নেতিবাচক অবগুন ফুটে উঠে ।
বাড়িতে পেন্ডুলাম যুক্ত ঘড়ি টাঙানো খুবই শুভ মনে করা হয় এবং মনে করা হয় এতে ঘরের সব খারাপ সময় পার হয়ে যায় ।
বেডরুমে সব সময় গোলাকার ঘড়ি রাখা উচিত, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে ।
বাড়িতে কমলা বা সবুজ এবং দোকানে কালো বা ঘন নীল রংয়ের ঘড়ি কখনওই লাগাবেন না।
ঘড়ি যেন বাড়িতে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে না থাকে বা যদি বাড়িতে কোনো খারাপ ঘড়ি রয়েছে তাহলে দ্রুত সেটি সারাবার বা সারানো না গেলে, তাকে ঘর থেকে বাইরে ফেলার ব্যবস্থা করুন । বন্ধ পড়ে থাকা ঘড়ি ঘরের উন্নতির এবং ঘরের মানুষদের সাফল্যের পথ বন্ধ করে দেয়, সাথেই ঘরে নেগেটিভ এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে ।
পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়ির সদস্যদের জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা বাড়ে এবং উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়িতে পয়সার অপচয় বন্ধ হয়।
আজকের পোস্টটিতে, বাস্তুমতে ঘড়ি টাঙানোর সমস্ত তথ্য দেওয়া হলো । আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ।
যদি আপনি নানা ধর্ম সম্পর্কিত বা বাস্তু, জ্যোতিষ, আয়ুর্বেদ এবং যোগ ও প্রাণায়াম সম্পর্কিত পুস্তক পড়তে ইচ্ছুক তাহলে হিন্দু শাস্ত্র জ্ঞানের অনলাইন লাইব্রেরি ভিজিট করতে পারেন ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
1 Comments
পশ্চিম দেওযালে ঘরি লাগানো নিসেধ তাহলে উত্তর দিকে মুখ করে কি ভাবে রাখা সম্ভব।
ReplyDelete