নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজ আপনি জানবেন ২০২০ সালের সরস্বতী পূজার দিন তারিখ এবং সময়সূচি সম্পর্কে । বাঙালির বারো মাসে তেরো পার্বন, আর সেই পার্বন শুরু হয়ে যায় একেবারে বছরের প্রথম থেকেই । সবেমাত্র শুরু হয়েছে নতুন বছর, আর ইতি মধ্যেই সরস্বতী পূজার দিনগুনা শুরু হয়ে গিয়েছে বাঙালি পরিবারে, স্কুল, কলেজে । মা সরস্বতী বিদ্যার দেবী, বাগ্দেবীর আরাধনায় কার্পন্য করে না কোনো বাঙালি । বছরের প্রথম বড় পার্বনে মেতে ওঠে জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সকলেই । এই দিনটির অপেক্ষায় থাকে বড় ছোট সকলেই । কেও হাতেখড়ি দিয়ে শুরু করে তার নতুন জীবন আবার কেও মায়ের কাছে চেয়ে নেয় বিদ্যা লাভের আশির্বাদ ।
মাঘ মাসের পঞ্চম দিনে আয়োজিত হয় সরস্বতী পূজা, দেশ জুড়ে যা বসন্ত পঞ্চমী নাম খ্যাত । বলা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই দিনই ঋতুরাজ বসন্তের আগমন ঘটে । আর ঋতুরাজ বসন্তকে চিহ্নিত করে তার প্রিয় রং বাসন্তী । এই জন্যই সরস্বতী পূজার দিন বাঙালি ছেলে - মেয়েরা বাসন্তী রঙের পাঞ্জাবি ও শাড়ি পরিধান করে । বাসন্তী রঙের মাহাত্মের বর্ণনা মেলে হিন্দু শাস্ত্রে পাতায় পাতায় । শুভ শক্তির এবং সূর্যের প্রতীক এই বাসন্তী রং নিয়ে আসে নতুন কিছুর আগমনী বার্তা । আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র হিন্দুরাই নয়, জৈন, শিখ এবং বৌদ্ধরাও ধুম ধাম সহকারে পালন করে এই দিনটি । বসন্তের আগমনী বার্তার সাথেই সরস্বতী পূজা নিয়ে আসে শুভ শক্তির প্রকাশ ।
এই বারের সরস্বতী পূজা এক দিনে নয় বরং পড়েছে দুই দিনে । ইংরেজি ২৯ জানুয়ারি, ২০২০ অর্থাৎ বাংলার ১৪ ই মাঘ, ১৪২৬, বুধবার সকাল ৮ টা ৪৬ মিনিট থেকে শুরু হচ্ছে পুজোর সময় আর শেষ হচ্ছে পরদিন অর্থাৎ ৩০ সে জানুয়ারি, ২০২০, বাংলার ১৫ ই মাঘ, ১৪২৬ বৃহস্পতি বার সকাল ৮ টা ৫৬ মিনিটে । অর্থাৎ এই বছর একদিন নয় বরং দুদিন পড়েছে সরস্বতী পূজার তিথি ।
আবার সরস্বতী পূজার আগের দিন হবে গণেশ বন্দনা । ২৮ শে জানুয়ারি মঙ্গলবার সকাল ৬ টা ৪৩ মিনিট থেকে পড়ছে গণেশ চতুর্থী ।
এই মাসেই রয়েছে আরেকটি বড় পুজো, যা আয়োজিত হবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, অর্থাৎ মাঘ মাসের ৮ তারিখ পালিত হবে রটন্তী কালী পুজো ।
আজকের পোস্টটিতে আপনারা জানলেন ২০২০ সালের সরস্বতী পূজার সম্পূর্ণ সময়সূচি ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
Saraswati Puja 2020 date and time
মাঘ মাসের পঞ্চম দিনে আয়োজিত হয় সরস্বতী পূজা, দেশ জুড়ে যা বসন্ত পঞ্চমী নাম খ্যাত । বলা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই দিনই ঋতুরাজ বসন্তের আগমন ঘটে । আর ঋতুরাজ বসন্তকে চিহ্নিত করে তার প্রিয় রং বাসন্তী । এই জন্যই সরস্বতী পূজার দিন বাঙালি ছেলে - মেয়েরা বাসন্তী রঙের পাঞ্জাবি ও শাড়ি পরিধান করে । বাসন্তী রঙের মাহাত্মের বর্ণনা মেলে হিন্দু শাস্ত্রে পাতায় পাতায় । শুভ শক্তির এবং সূর্যের প্রতীক এই বাসন্তী রং নিয়ে আসে নতুন কিছুর আগমনী বার্তা । আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র হিন্দুরাই নয়, জৈন, শিখ এবং বৌদ্ধরাও ধুম ধাম সহকারে পালন করে এই দিনটি । বসন্তের আগমনী বার্তার সাথেই সরস্বতী পূজা নিয়ে আসে শুভ শক্তির প্রকাশ ।
এই বারের সরস্বতী পূজা এক দিনে নয় বরং পড়েছে দুই দিনে । ইংরেজি ২৯ জানুয়ারি, ২০২০ অর্থাৎ বাংলার ১৪ ই মাঘ, ১৪২৬, বুধবার সকাল ৮ টা ৪৬ মিনিট থেকে শুরু হচ্ছে পুজোর সময় আর শেষ হচ্ছে পরদিন অর্থাৎ ৩০ সে জানুয়ারি, ২০২০, বাংলার ১৫ ই মাঘ, ১৪২৬ বৃহস্পতি বার সকাল ৮ টা ৫৬ মিনিটে । অর্থাৎ এই বছর একদিন নয় বরং দুদিন পড়েছে সরস্বতী পূজার তিথি ।
আবার সরস্বতী পূজার আগের দিন হবে গণেশ বন্দনা । ২৮ শে জানুয়ারি মঙ্গলবার সকাল ৬ টা ৪৩ মিনিট থেকে পড়ছে গণেশ চতুর্থী ।
এই মাসেই রয়েছে আরেকটি বড় পুজো, যা আয়োজিত হবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, অর্থাৎ মাঘ মাসের ৮ তারিখ পালিত হবে রটন্তী কালী পুজো ।
আজকের পোস্টটিতে আপনারা জানলেন ২০২০ সালের সরস্বতী পূজার সম্পূর্ণ সময়সূচি ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
0 Comments