স্বপ্নে কোন মাছ দেখলে কি হয়?
স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি, কিন্তু জানেনকি স্বপ্ন আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে? বর্তমান স্বপ্নগবেষকরা স্বপ্ননিয়ে নানা গবেষণা করে চলেছেন এবং তাদের মতানুসারে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক মতে এটা প্রমাণিত হয়নি যে স্বপ্ন আমাদের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে । যদিও স্বপ্ন নিয়ে গবেষণা আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই শুধুমাত্র ভারতীয় সভ্যতাতেই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতাতেও স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয় এবং তাদের মতে স্বপ্ন মানুষের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকেতো প্রভাবিত করেই সাথে ভবিষ্যতেরও ইঙ্গিত দিয়ে থাকে, তাই স্বপ্নের মানে যদি খুঁজে বেরকরা যায় তাহলে বর্তমানের এবং আগত ভবিষ্যতের নানা সমস্যার সমাধান করা যেতেই পারে । তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক স্বপ্নে কি মাছ দেখলে কি ফল পাওয়া যায় ।অন্যান্য কিছু তথ্য :
১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে
২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে
৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি
৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?
৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।
৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?
৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?
৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?
৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?
১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস
১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?
১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?
১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে
১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?
স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয়?
স্বপ্নে ইলিশ মাছ দেখা খুবই সৌভাগ্যের মনে করা হয়ে থাকে । স্বপ্নে কেও ইলিশ মাছ দেখলে নিকট বন্ধু বা আত্মীয়ও কাছ থেকে অর্থপ্রাপ্তির সংকেত মেলে ।স্বপ্নে শোল মাছ দেখলে কি হয়?
স্বপ্নে শোল মাছ দেখলে শারীরিক শক্তি বৃদ্ধি বা রোগমুক্তির সংকেত মেলে ।স্বপ্নে টাকি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে টাকি মাছ দেখলে সরলমনা কারো সাথে সম্পর্ক স্থাপনের সংকেত মেলে ।স্বপ্নে বাইম মাছ দেখলে কি হয়?
স্বপ্নে বাইম মাছ দেখলে স্বপ্নদ্রষ্টার বিদ্যাবুদ্ধির কাছে লোকে নতি স্বীকার করে অর্থাৎ প্রখর বাকপটুতা এবং বিদ্যাবুদ্ধির সংকেত মেলে ।স্বপ্নে টেংরা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে টেংরা মাছ দেখলে খুব ছোট ছোট ব্যাপারে অত্যধিক রেগে যাওয়ার, ঝামেলাতে জড়িয়ে পড়ার এবং নিজের বিপদ নিজে ডেকে আনার সংকেত মেলে ।স্বপ্নে শিং মাছ দেখলে কি হয়?
স্বপ্নে শিং মাছ দেখলে শত্রূবৃদ্ধির সংকেত মেলে সাথে কোনো দীর্ঘদিন ধরে চলে আসা রোগের থেকে মুক্তির সংকেত পাওয়া যায় ।স্বপ্নে গজার বা আড় মাছ দেখলে কি হয়?
স্বপ্নে গজার বা আড় মাছ দেখলে কোনো বিবাদ মিটিয়ে নেয়ার বা কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার সংকেত মেলে ।স্বপ্নে পাঙ্গাস মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পাঙ্গাস মাছ দেখলে খুব সহজে কোনো উদ্দেশ্য সফল হওয়ার সংকেত মেলে ।স্বপ্নে কাতলা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কাতলা মাছ দেখলে কমবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে বন্ধুত্ব করে নিজের বিপদ ডেকে আনার সংকেত মেলে । মনে রাখবেন মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রূ অনেক ভালো ।স্বপ্নে রুই মাছ দেখলে কি হয়?
স্বপ্নে রুই মাছ দেখলে সাধারণ জীবন যাপনের সংকেত মেলে, এই ধরণের মানুষেরা খুব ধনঅর্জন করতে পারে না কিন্তু সারাজীবন সুখ ও সন্তোষের সাথে অতিবাহিত করতে পারে ।স্বপ্নে মৃগেল মাছ দেখলে কি হয়?
স্বপ্নে মৃগেল মাছ দেখলে হটাৎ করে মেজাজি হয়ে পড়ার এবং খুব ঘনিষ্ট মানুষজনের সাথে নিজের সম্পর্ক খারাপ করে ফেলার সংকেত মেলে ।স্বপ্নে চিতল মাছ দেখলে কি হয়?
স্বপ্নে চিতল মাছ দেখলে খুব সুন্দর জীবন সঙ্গী পাবার সংকেত মেলে ।স্বপ্নে বোয়াল মাছ দেখলে কি হয়?
স্বপ্নে বোয়াল মাছ দেখলে প্রচুর সম্পদ প্রাপ্তির যোগ তৈরী হয় বা কোনো কাজে নেতৃত্ব প্রদানের যোগ তৈরী হয় ।স্বপ্নে পুঁটি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পুঁটি মাছ দেখলে টাকা পয়সা নিয়ে সবসময় চিন্তায় থাকতে হয়, এই ধরণের মানুষেরা জীবনে সব জিনিস পেলেও সুখ পায় না । মনের দিক থেকে ভালো হলেও স্বার্থপরতার বশীভূত হয়ে পড়ে ।স্বপ্নে রূপচাঁদা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে রূপচাঁদা মাছ দেখলে বিলাসবহুল ও সৌখিন জীবনযাত্রার সংকেত মেলে ।স্বপ্নে পাবদা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পাবদা মাছ দেখলে বৃদ্ধাবস্থায় সম্পদের পিছনে দৌড়ানোর সংকেত মেলে ।স্বপ্নে কৈ মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কৈ মাছ দেখলে দীর্ঘজীবন লাভের সংকেত মেলে ।স্বপ্নে দারকিনা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে দারকিনা মাছ দেখলে স্বভাবে কৃপণতার পরিচয় মেলে ।স্বপ্নে বাটা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে বাটা মাছ দেখলে অল্প সম্পদে খুশি থাকার সংকেত মেলে ।স্বপ্নে কালিবাউশ মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কালিবাউশ মাছ দেখলে মন থেকে হিংসে দূর হওয়ার সংকেত পাওয়া যায় ।স্বপ্নে গনি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে গনি মাছ দেখলে বহুকষ্টে সম্পদ উপার্জন করার সংকেত মেলে ।স্বপ্নে চেলা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে চেলা মাছ দেখলে সুদূরপ্রয়াসী চিন্তা ভাবনার সংকেত মেলে । মানসিক ও আধ্যাত্মিক উন্নতির সংকেত পাওয়া যায় ।স্বপ্নে কুচো মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কুচো মাছ দেখলে অধিক সম্পদের কারণে বিপদে পড়ার সংকেত মেলে ।স্বপ্নে পুইয়া মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পুইয়া মাছ দেখলে প্রখর বুদ্ধির সংকেত মেলে আর সে তার নিজের বুদ্ধির কারণে কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারে ।স্বপ্নে পিরানহা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পিরানহা মাছ দেখলে স্বপ্নদ্রষ্টা খারাপ লোকের সাথে ব্যবসায় যুক্ত হতে পারে, যার ফলে আর্থিক ক্ষতির সাথে সাথে মানসম্মান এর ও ক্ষতি হবে ।স্বপ্নে বাইল্লা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কেউ বাইল্লা মাছ দেখলে এটা নিশ্চিত যে সে একজন সহজ সরল মনের মানুষ।স্বপ্নে ভেটকি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কেউ ভেটকি মাছ দেখলে খুবই দুৰ্ভাগ্যজনক । এই ধরণের মানুষেরা নিজের চরিত্রের কারণে সমাজে অপমানিত হতে পারে । অল্পবিদ্যা লাভ করে নিজেকে মহাজ্ঞানী ভাবা এদের সবথেকে বড়ো ভুল হয়ে দাঁড়ায়স্বপ্নে চাঁদা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে চাঁদা মাছ দেখা মানুষজন অল্পধন থাকলোও মনের দিক থেকে খুব উদার হয়ে থাকেন । দান করতে পিছপা হন না ।স্বপ্নে মেনি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে মেনি মাছ দেখলে অসৎ চরিত্রের নারীর সাথে প্রেমে পড়ার সংকেতে মেলে ।স্বপ্নে তেলাপিয়া মাছ দেখলে কি হয়?
স্বপ্নে তেলাপিয়া মাছ দেখা মানুষেরা খুবই কর্মঠ ও কর্মনিষ্ঠ হয় । এদের একাগ্রতা খুব বেশি থাকে ।স্বপ্নে তিন লেজওয়ালা কৈ মাছ দেখলে কি হয়?
স্বপ্নে তিন লেজওয়ালা কৈ মাছ দেখলে স্বপ্নদ্রষ্টার একই সাথে আয়ু বৃদ্ধি, সম্পর্ক বৃদ্ধি এবং বিদ্যাতে উন্নতি লাভের সংকেত মেলে ।স্বপ্নে পটকা মাছ দেখলে কি হয়?
স্বপ্নে পটকা মাছ দেখলে বুঝতে হবে কোনো বড়ো বিপদ আসন্ন বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রন্ত হতে চলেছে ।স্বপ্নে তিমি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে কেউ তিমি মাছ দেখলে সে অঢেল সম্পদের মালিক হতে পারে । ঐশর্যবান হবার সাথে সাথে সমাজে মানসম্মানও বাড়তে থাকবে তার ।স্বপ্নে চিংড়ি মাছ দেখলে কি হয়?
স্বপ্নে চিংড়ি মাছ দেখলে বিদেশ যাত্রা বা বৈদেশিক অর্থলাভ বা দুঃখ দারিদ্রতা দূর হবার সংকেত মেলে।হিন্দু এবং ইসলাম দুই ধর্ম মতেই কিন্তু স্বপ্নে মাছ দেখা বেশিরভাগ ক্ষেত্রে শুভ মনে করা হয়ে থাকে কিন্তু ইসলাম ধর্মমতে যেহেতু ছোট মাছে অধিক কাটা তাই ছোটমাছ স্বপ্নে দেখলে চিন্তা ভাবনা বেড়ে যাওয়া এবং পারিবারিক শত্রূতা বৃদ্ধিপাবার সংকেত মেলে এবং বড় মাছ স্বপ্নে দেখলে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে ।
এই পোস্টটিতে বর্ণিত সকল তথ্য নানা পুস্তক ও ইন্টারনেট থেকে পাওয়া । যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যতটা সম্ভব পোস্টটিকে শেয়ার করুন আর আমাদের ইউটুব চ্যানেল এবং ফেইসবুক পেজটিকেও লাইক করে রাখতে পারেন এই ধরণের নানা ভিডিও ও পোস্ট এর নোটিফিকেশন পাবার জন্য ।
ধন্যবাদ ! আপনার দিনটি শুভ হোক ।
সব ধর্ম একই কথা শেখায়, "মানুষকে এবং প্রকৃতিকে ভালোবাসা" । সকল ধর্মের সম্মান আপনাদের কাছে একান্তভাবে কাম্য।
অন্যান্য কিছু পোষ্ট:
১. স্বপ্নে শ্মশান ভূমি বা জ্বলন্ত চিতা দেখার অর্থ?
4 Comments
mdyasinalia151@gmail
ReplyDeletemdyasinalia151@gmail
ReplyDeleteঅাচ্ছা স্বপ্নে বড় কারফু মাছ জালে দেখলে কি হয়
ReplyDeleteস্বপ্নে মাগুর মাছ অন্যকে ধরতে দেখেছি
ReplyDelete