প্রহর কি? কোন সময়কে কোন প্রহর বলে?

আজ আপনি জানবেন প্রহর কি এবং কোন সময়কে কোন প্রহর বলে ?

প্রহর হল সময় পরিমাপের প্রাচীন দেশী একক । আজও নানা প্রাচীন সাহিত্য, ধর্মগ্রন্থ এবং তন্ত্র-মন্ত্র ও পূজো পার্বনের পুস্তকে প্রহর শব্দটির উল্লেখ মেলে । আজকাল এই প্রহর শব্দটির অর্থ এবং এর পরিমাপের বিধি অনেকেরই অজানা তাই এই ভিডিওটির মাধ্যমে আমার এই ছোট্ট প্রয়াস, যদি আপনার কোনো ভাবে কাজে আসে তাহলে এই পোস্টটি শেয়ার করার এবং হিন্দু শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

এক দিন সমান অষ্টপ্রহর, অর্থাৎ ২৪ ঘন্টাতে হয় ৮ টি প্রহর । এই হিসাবে প্রতি ৩ ঘন্টাতে এক প্রহর ।

প্রাচীনকালে সকাল শুরু হতো  সকাল ৬ টা থেকে আর রাত্রি হতো সন্ধ্যা ৬ টাতে । তাই দিনের প্রথম প্রহর শুরু হয় সকাল ৬ টাতে ।
সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রথম প্রহর ।
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দ্বিতীয় প্রহর ।
দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তৃতীয় প্রহর । এবং 
দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চতুর্থ প্রহর ।

একই ভাবে রাত্রির প্রথম প্রহর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা ।
রাত্রির দ্বিতীয় প্রহর রাত ৯ টা থেকে রাত ১২ টা ।
রাত্রির তৃতীয় প্রহর রাত ১২ টা থেকে ভোর ৩ টা । এবং 
ভোর ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত রাত্রির চতুর্থ প্রহর ।

রাত্রির প্রহর নিয়ে একটি প্রচলিত কথা রয়েছে :

"প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী। 
তৃতীয় প্রহরে তস্কর জাগে চতুর্থ প্রহরে যোগী।"

প্রহর শেষ হলে সেইপ্রহর হল ঘোষণা করা হত বা ঘণ্টা বাজত, অর্থাৎ যদি বলা হয় যে দিনের প্রথম প্রহর হলো, তার মানে সময় সকাল ৯ টা ।

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?

#Hindu_Shastra_Gyan
#হিন্দুশাস্ত্রজ্ঞান
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।


Post a Comment

0 Comments