স্বপ্নে আম দেখলে কি হয় ?

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানায় ।

আপনি কি কখনো আমের স্বপ্ন দেখেছেন ? আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন স্বপ্নে আম দেখলে কি হয়

Sopne aam dekhle ki hoy
Sopne aam dekhle ki hoy

স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি, সে ভালো স্বপ্ন ও হতে পারে আবার খারাপও হতে পারে । স্বপ্ন দেখে আবার কেউ কেউ ভয়ও পেয়ে উঠেন । কিন্তু জানেন কি স্বপ্ন আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে । আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই, শুধুমাত্র ভারতীয় সভ্যতাতেই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতাতেও স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়ে যায়, আর তাদের মতে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই, সাথেই দিয়ে থাকে আগত ভবিষ্যতের ইঙ্গিত । বর্তমান স্বপ্ন গবেষকরাও এটা স্বীকার করেছেন, যে স্বপ্ন আমাদের জীবনকে নানা ভাবে প্রভাবিত করে থাকে । স্বপ্ন নিয়ে গবেষণা কিন্তু আজকের নয়,  তাই স্বপ্নের মানে যদি জেনে নেওয়া যায় তাহলে ভবিষ্যতে আগত কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেতেই পারে, অথবা তার জন্য প্রস্তুত হওয়া যেতে পারে ।

আপনি কি কখনো আমের স্বপ্ন দেখেছেন ? নানান স্বপ্নের নানারকম অর্থ রয়েছে । স্বপ্নের অর্থ নিয়ে নানান বইও লেখা হয়েছে সময়ে সময়ে আর তাদের মধ্যেই দুটি বই স্বপ্ন সিদ্ধান্ত এবং মোহাম্মদ খাবনামা থেকে আজকের এই ভিডিওটির সমস্ত তথ্য সংগৃহিত ।

স্বপ্নে আম দেখা কিছু কিছু ক্ষেত্রে শুভ, কিন্তু কিছু কিছু অশুভ ফলও রয়েছে । তো চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে আম দেখার শুভ এবং অশুভ ফলাফল ।

১) স্বপ্নে আম দেখলে সেই স্বপ্ন খুবই শুভ । আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবে এবং প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনি ।

২) স্বপ্নে যদি আম খেতে দেখেন তাহলে সেই স্বপ্ন কর্মজীবনে উন্নতির লক্ষণ । চাকুরিজীবীদের পদোন্নতি ঘটতে পারে ।

৩) স্বপ্নে যদি পাকা আম দেখেন তাহলে আপনার পড়াশোনায় উন্নতি হবে । বিদেশ ভ্রমণের যুগ রয়েছে আপনার ।

৪) স্বপ্নে কাঁচা আম দেখা খুব একটা শুভ নয় । আপনার শরীরস্বাস্থ্য অসুস্থ হতে পারে ।

৫)স্বপ্নে আমের খোসা ছাড়াতে দেখলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন ।

৬) স্বপ্নে যদি আমের বাগান দেখেন তাহলে সেই স্বপ্ন কোনো সুসংবাদ পাবার লক্ষণ ।

৭) স্বপ্নে পাকা আম খেতে দেখলে সেই স্বপ্ন আপনার পরিবারে কোনো নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়ে থাকে ।

৮) আর কাঁচা আম খেতে দেখলে সেই স্বপ্ন স্বপ্নদর্শনকারীর কর্মজীবনে বা সামাজিক কর্মক্ষেত্রে অসম্মানিত হবার লক্ষণ ।

৯) স্বপ্নে কাঁচা আম রান্না করতে দেখলে আপনি প্রচুর অর্থসম্পদের মালিক হবেন এবং জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন ।

১০) স্বপ্নে যদি আমের আঁটি দেখেন তবে সেই স্বপ্ন খুবই সরল জীবনযাপনের ইঙ্গিত দেয় ।

১১) স্বপ্নে আমের খোসা খেতে দেখা দারিদ্রতার লক্ষণ ।

১২) স্বপ্নে যদি দেখেন আপনি আম রুটি বা আম দিয়ে ভাত খাচ্ছেন তাহলে সেটা পারিবারিক অর্থ স্বচ্ছলতার ইঙ্গিত ।

১৩) স্বপ্নে যদি আমগাছ দেখেন  তাহলে সমাজে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে ।

১৪) স্বপ্নে আমপাতা দেখলে স্বপ্নদর্শনকারী কোনো বড় রোগের হাত থেকে মুক্তি পাবেন ।

১৫) যদি দেখেন আমগাছ থেকে আম মাটিতে পড়ছে তার মানে হলো আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে ।

১৬) স্বপ্নে টক আম খেতে দেখলে বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ আসার সম্ভাবনা কিংবা বিবাদে জড়াবার লক্ষণ ।

১৭) স্বপ্নে হলুদ রঙের আম দেখলে আপনার পড়াশোনায় উন্নতি হতে পারে ।

১৮) স্বপ্নে আমের আচার খেতে দেখলে সেই স্বপ্ন সম্পদ সঞ্চয় কিংবা কারোর কাছে সম্পদ রাখার লক্ষণ ।

১৯) স্বপ্নে আমের আঁটি খেতে দেখলে অর্থসংকটে পড়তে পারেন আপনি ।

২০) স্বপ্নে মিষ্টি আম খেতে দেখলে স্বপ্নদর্শনকারীর কারোর সাথে বন্ধুত্ব বা গভীর প্রেম বন্ধনে আবদ্ধ হবার ইঙ্গিত ।

এই ছিল আমাদের আজকের পোস্ট । পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে যতটা সম্ভব আপনার পরিবারপরিজন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন । আপনি যদি অন্য কোনো স্বপ্নের মানে জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনার স্বপ্নের মানে বলে দিতে । আর হ্যা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন এ ক্লিক করে রাখুন ।



আগামীদিন হাজির হব নতুন কোনো তথ্য, নতুন কোনো জ্ঞান নিয়ে ।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

Post a Comment

0 Comments