তামা ধারণ করার ধার্মিক ও বৈজ্ঞানিক কারণসমূহ - আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র মতে তামার উপকারিতা ।

জানুন তামা ধারণ করার ধার্মিক ও বৈজ্ঞানিক কারণসমূহ ।তামার বালা বা আংটি ধারণ করলে কি হয়?তামার পাত্রে জল খাবার উপকারিতা কি?


আপনি হয়তো দেখে থাকবেন অনেকেই তামার আংটি বা বালা ধারণ করে । অনেকেই মনে করে থাকেন এর পিছনে ধার্মিক কারণ রয়েছে আবার অনেকে মনে করেন এটি ব্যবহার হয় সৌন্দর্য বৃদ্ধির কাজে, অলংকার হিসাবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক দুই কারণের সাথেই অবগত করানোর চেষ্টা করবো ।

তামার আংটি বা বালা পরলে শরীরের কী কী উপকার হয়? এবং তামার পাত্রে জল বা খাবার খাওয়ার কি কি উপকারিতা রয়েছে জানতে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন ।

তামা ধারণের বা তামার পাত্র ব্যবহারের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণসমূহ :

প্রথমত তামা একটি খনিজ পদার্থ, তাই তামা ধারণ করলে আমাদের শরীরে খনিজের ঘাটতি অনেকটা পূরণ করে । তামা থেকে নির্গত হয় জিঙ্ক এবং আইরন, যা ঘামের সাথে আমাদের শরীরে প্রবেশ করে, আর অনেক রোগ ব্যাধির আশঙ্কা কমিয়ে দেয়, যেমন খিদে কমে যাওয়া, অল্পতেই ক্লান্তি, চুল পড়ে যাওয়া, রক্ত স্বল্পতা এবং বন্ধত্বের মতো রোগ ।

যদি তামার আংটি বাম হাতের অনামিকা অঙ্গুলিতে ধারণ করেন তাহলে শৌচ ক্রিয়ার সময় তা মলদ্বারে স্পর্শ হবে এবং এর ফলে জীবনে কখনো অর্শ হওয়ার আশঙ্কা থাকবে না

আর্থ্রাইটিস রোগেও তামার বালা বা আংটি আপনাকে অনেকটা সুফল দেবে ।

তামার মধ্যে থাকে আন্টি ইনফ্লেন্টারি উপাদান, যা মানব শরীরে যন্ত্রনা কমাতে ভীষণভাবে সাহায্য করে, তাই  যদি আপনার কব্জিতে যন্ত্রনা থাকে তাহলে একটি তামার বালা ধারণ করলে অনেকটা উপশম হবে । বাতের সমস্যাতেও এই তামা রামবানের মতো কাজ করে ।

রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে চাইলে তামার বালা বা তামার আংটি ধারণ করতে পারেন, সুফল পাবেন ।

তামা ধাতুটি জীবাণু নষ্ট করে তাই তামা ধারণ করলে আপনার ধারে কাছে কোনো ক্ষতিকারক রোগ জীবাণু ঘেঁষবে না ।

জ্যোতিষ শাস্ত্র মতে রবির প্রতিকারের জন্য তামা ধারণের বিধি রয়েছে । রবি জ্ঞান,ঐশর্য এবং প্রতিপত্তি বৃদ্ধি করে তাই তামা ধারণ করলে এই সব দিকগুলিতেও আপনি উপকারিতা পাবেন ।

আধ্যাতিক দিক থেকে বিচার করলে সোনা রুপা তামা এই ধাতুগুলি খুবই শুদ্ধ ধাতু, তাই এইগুলি ধারণ করলে মন শান্ত থাকে এবং মানসিক শান্তি এবং জীবনে স্থিরতা লাভ করা যায় । এই কারণে স্বপ্ন দোষ নিবারণ বা অত্যধিক সুপ্তিস্থলনেও তামা সুফল প্রদান করে ।

তামার গ্লাস বা পাত্রে যদি জল রেখে সেই জল পান করেন, তাহলে পেট ঠান্ডা থাকে এবং পেটের অনেক রোগ দূর হয়

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।


Post a Comment

0 Comments