নমস্কার! হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । তন্ত্রমতে দ্রব্য গুন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় । এই প্রকৃতিতে এমন অনেক জিনিস আছে যাতে নানা পজেটিভ শক্তির বাস এবং তা বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে পারে যদি আপনি ঠিক দিন এবং ঠিক মুহূর্তে সংগ্রহ করে, সঠিক উপায়ে তার প্রয়োগ করেন । আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন একটি শিকড়ের কথা জানাবো যা খুব সহজেই আপনি সংগ্রহ করতে পারেন এবং তা থেকে নানা লাভ পেতে পারেন । যদি আপনার কথা প্রভাব শালী না হয় বা হয়তো কোনো জায়গায় আপনি কিছু বলার চেষ্টা করছেন এবং আপনার কথা ছাপিয়ে অন্যকেও নিজের কথা বলে চলেছে বা কাওকে আকৃষ্ট করতে চাইছেন বা সফলতা পেতে চাইছেন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন । আর আজকে আপনি যা জানবেন তা কোনো অজানা বিষয় নয়, বহুকাল ধরে নানা তন্ত্র সাধক এবং সন্ন্যাসীরা এই গাছের মূল তাদের নানা কাজে ব্যবহার করে থাকেন ।
গাছটি একটি সহজলভ্য লতানো ফুল গাছ এবং এর নাম স্বেত অপরাজিতা । নীল বর্ণের অপরাজিতাও হয়, যে গাছের ফুলকে অনেকে নীলকণ্ঠ ফুল নামে চেনে এবং ভগবান শিবের পুজোতে কাজে লাগে । কিন্তু নীল অপরাজিতার গাছের মূল সংগ্রহ করলে চলবে না । তাহলে কিন্তু কাজ পাবেন না । আপনাকে স্বেত অপরাজিতা গাছের মূল একটি বিশেষ দিনে সংগ্রহ করতে হবে ।
মনে রাখবেন এই মূলটি আপনাকে লাল কাপড়ে বা লাল শালুতে বেঁধে ধারণ করতে হবে এবং ধারণ করার কোনো বিধি নিয়ম নেই । আপনি যে কোনো দিন ধারণ করতে পারেন তবে মঙ্গল বা শনিবারে ধারণ করলে ভালো । কিন্তু ধরণের ক্ষেত্রে কোনো বিধি নিয়ম নেই । শুধুমাত্র এই মূলটি আপনাকে একটি বিশেষ সময়ে সংগ্রহ করতে হবে ।
অন্যান্য কিছু তথ্য :
১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে
২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে
৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি
৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?
৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।
৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?
৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?
৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?
৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?
১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস
১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?
১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?
১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে
১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?
চন্দ্রগ্রহণের সময় এই মূলটি সংগ্রহ করতে হবে । যদি সেই চন্দ্রগ্রহণ রাত ১২ তা পর্যন্ত থাকে তাহলে রাত্রি ১২ টাতে সংগ্রহ করা মূল সর্বাধিক ফল প্রদান করে ।
সংগ্রহ করে মূলত লাল কাপড় বা লাল শালুতে বেঁধে হাত বা কোমর বা গলায় ধারণ করতে পারেন । যদি মাদুলীর ভেতর রেখে ধারণ করতে চান তাহলেও কিন্তু লাল কাপড়ে বাঁধে ধারণ করতে হবে ।
আমি এই মুখের প্রভাব নিজে দেখেছি এবং নিজে সংগ্রহও করেছি । গাছটি কারো বাড়ির বাগানে পেয়ে যাবেন । যদি না পান তাহলে যেখান ফুল গাছ বিক্রি হয় সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
0 Comments