স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

নমস্কার । হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগতম । আজ আপনি জানবেন স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি কি হতে পারে? তার নানা শুভ এবং অশুভ ফলাফল
Meaning of the Dream of Cat in Bengali

বৈজ্ঞানিক মতে এটা প্রমাণিত যে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল হতে পারে কিন্তু বিজ্ঞান মতে এটা এখনো প্রমান হয়নি যে স্বপ্ন আমাদের বর্তমান বা ভবিষ্যৎকেও কোনোভাবে প্রভাবিত করতে পারে । কিন্তু স্বপ্ন নিয়ে গবেষণাতো আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছর আগেই শুধুমাত্র ভারতীয় সভ্যতাতেই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতাতেও স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়ে যায়, আর তাদের মতে স্বপ্ন মানুষের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই সাথে দিয়ে যায় আগত ভবিষ্যতের ইঙ্গিত ।

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?


স্বপ্নে বিড়াল দেখার নানা অর্থ রয়েছে । স্বপ্নে বিড়ালকে আপনি কোন ভঙ্গিমায় দেখছেন বা কি রঙের বিড়াল দেখছেন তা আপনার বর্তমান সময়ের নানা সমস্যার বা ভবিষ্যতে আগত কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে । আমি সমস্যার কথা এই কারণেই বলছি কারণ স্বপ্নে বিড়াল দেখা বেশিরভাগ ক্ষেত্রে অশুভ মনে করা হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিড়ালের স্বপ্ন শুভ ফল প্রদান করে থাকে । তাহলে আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে বিড়াল দর্শনের প্রভাব কি কি?

কেও যদি স্বপ্নে দেখে যে তার ঘরে বা তার পরিচিত অন্যকারো ঘরে বিড়াল ঢুকেছে তাহলে যে বাড়িতে বিড়াল ঢুকতে দেখছে সেই বাড়িতে চোর ডাকাত পড়ার বা ঘরের কোনো জিনিস চুরি হওয়ার আশঙ্কা থাকে ।

যদি স্বপ্নে দেখেন বিড়াল কোনো জায়গা থেকে কোনো জিনিস মুখে করে তুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে কোনো চোর সেই জায়গা থেকে কোনো জিনিস নিয়ে উধাও হয়ে যাবে ।

যদি স্বপ্নে কেও দেখে যে সে বিড়াল মেরেছে বা বিড়ালকে তাড়িয়ে দিচ্ছে তাহলে সে শত্রূর উপর জয় লাভ করবে বা কোনো তর্কে বা সভায় অগ্রাধিকার লাভ করবে ।

কেও যদি কোনো বিশাল আকারের বিড়ালের সাথে যুদ্ধরত অবস্থায় নিজেকে দেখে তাহলে বুঝতে হবে যে, সে কোনো বড়ো রোগে আক্রান্ত হতে চলেছে ।

যদি স্বপ্নে দেখা হয় যে বিড়ালের সাথে যুদ্ধরত অবস্থায়, বিড়ালকে পরাজিত করেছেন বা মেরে ফেলেছেন বা বিড়াল সেখান থেকে পালিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কোনো পুরোনো রোগের হাত থেকে মুক্তি পেতে চলেছেন কিন্তু যদি দেখেন যে বিড়াল আপনাকে কামড়ে দিয়েছে বা মেরে ফেলেছে তাহলে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার সংকেত মেলে ।

স্বপ্নে যদি দেখেন কালো বিড়াল আপনার রাস্তা কাটছে  তাহলে ব্যাবসায় ক্ষতি বা প্রাণহানির সম্ভাবনা থাকে, যদি সাদা বিড়াল রাস্তা কাটে তাহলে পড়াশোনায় ক্ষতি হয় এবং মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, আর যদি দেখেন সোনালী রঙের বিড়াল রাস্তা কাটছে তাহলে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং পরনারীর সঙ্গ বা প্রেম সম্পর্কের কারণে বা নারী জনিত কোনো কারণে সমাজে মানহানি ঘটতে পারে ।

যদি দেখেন বিড়াল আপনার ঘরে দুধ খাচ্ছে তাহলে ঘরের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং ঘরের কর্তা নানা ব্যাপারে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ।

শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, ইসলাম এবং খ্রিস্টান ধর্মেও বিড়ালকে অশুভ মনে করা হয়ে থাকে, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে বিড়ালকে মারা বা তাড়িয়ে দেওয়া উচিত । ধর্ম মতে ঈশ্বর সকলকে বানিয়েছেন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, আর সকলেরই এই পৃথিবীতে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার আছে । বিড়ালকে কেন অশুভ মনে করা হয় সে সম্পর্কে ধর্ম কি বলছে, সেটা যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন।

একটা কথা মনে রাখবেন মানুষ ধর্মকে বানিয়েছে তার নিজের প্রয়োজনে, ধর্ম মানুষকে বানায়নি ।
#Hindu_Shastra_Gyan
আর সব ধর্মই একই জিনিস শেখায় - মানুষকে ভালোবাসা এবং সব প্রাণীকে ভালোবাসা ।
ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।






Post a Comment

1 Comments

  1. ইসলাম ধর্সে বিড়াল কে কখনই অশুভ মানা হয় না,বরং বিড়ালকেই ইসলামে পবিত্র পাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে

    ReplyDelete