স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকে আপনি জানবেন স্বপ্নে বিবাহ দেখার অর্থ কি ?
স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?

স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি কিন্তু সবসময় আমরা স্বপ্নে যা দেখি বাস্তব জীবনেও যে তার প্রভাব সে রকমই হবে, তেমনটা কিন্তু নয় । যেমন আজকের এই পোস্টটি: স্বপ্নে বিবাহ দেখার নানা ফলাফল । এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্নের তাবীর বা ফলাফল একবারে বিপরীত যা আপনি স্বপ্নে দেখেছেন ।  অনুরোধ রইলো হিন্দু  শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকন এ ক্লিক করার ।

আজকের ভিডিওটির সমস্ত তথ্য সংগৃহিত হয়েছে "স্বপ্ন সিদ্ধান্ত" "মোহাম্মদ খাবনামা" এই দুই পুস্তক, কিছু পুরোনো ম্যাগাজিন এবং ইন্টারনেট থেকে পাওয়া  কিছু তথ্যের ভিত্তিতে । পোস্টটি সম্পর্কে আপনার মতামত ভিডিওটির নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?


স্বপ্নে যদি দেখেন আপনি কোনো মৃত স্ত্রী বা পুরুষের সাথে বিয়ে করছেন তাহলে তা সার্বিক উন্নতির এবং কাজে সফলতার সংকেত ।

স্বপ্নে যদি কোনো পুরুষ দেখে কোনো ল্যাংড়া বা কালো নারীর সাথে বিয়ে করছে এবং সেই বিয়েতে কোনো জাঁকজমক নেই তাহলে তা কোনো ধনী এবং সুন্দরী নারীর সাথে বিবাহের সংকেত বার্তা ।

কিন্তু যদি কোনো নারী দেখে যে সে কোনো ল্যাংড়া বা কালো বর্ণের পুরুষের সাথে বিয়ে করছে তাহলে তা দুর্ভাগ্যের এবং খারাপ দাম্পত্য সম্পর্কের ইঙ্গিত বহন করে ।

কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে তার খুব সুন্দরী মেয়ের সাথে বিয়ে হচ্ছে বা তার বিয়েতে খুব জাঁকজমক তাহলে এই ধরণের পুরুষের বিয়েতে বাধা আসে এবং রুক্ষ স্বভাবের স্ত্রীর সাথে বিয়ের সম্ভাবনা থাকে । আর্থিক অবনতিও দেখা দিতে পারে ।

যদি স্বপ্নে নিজের স্ত্রী বা স্বামীর অন্য কোনো লোক বা নারীর সাথে বিবাহ স্বপ্নে দেখেন তাহলে তা আর্থিক উন্নতির সংকেত এবং দাম্পত্য সম্পর্ক ভালো কাটে ।

যদি দেখেন আপনি নিজের বিয়ের কাপড়ে একা দাঁড়িয়ে এবং সেখানে কেও নেই বা আপনার স্ত্রী বা স্বামী আপনার পাশে নেই তাহলে তা দুরারোগ্য কোনো অসুখে আক্রান্ত হওয়ার ইঙ্গিত বা মৃত্যু বার্তা ।

যদি দেখেন যে আপনি নিজের বিয়েতে অসুখী তাহলে তা শারীরিক সমস্যার ইঙ্গিত বার্তা ।

বিয়ের পর বাসর রাতের স্বপ্ন দেখা মানুষেরা আর্থিক দিক থেকে সচ্ছল এবং মনের দিক থেকে খুব ভালো হয়ে থাকে । একটু স্বার্থপর হলেও অন্যের সাহায্য করার মনোভাব এদের মধ্যে সব সময় থাকে।

আজকের ভিডিওটির স্বপ্নের ফলাফল হয়তো অনেকের ভালো না লাগতেও পারে কিন্তু আপনার দায়িত্ব আপনাকে সঠিক তথ্য দেওয়া । আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি বইগুলো সংগ্রহ করতে চান বা পড়তে চান তাহলে নিচে লিংক পেয়ে যাবেন ।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।


                     Watch Us on YouTube

Post a Comment

0 Comments