কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ? স্বপ্নে ভগবান দেখার অর্থ

নমস্কার, হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকে আপনি জানবেন, দেব দেবীর স্বপ্ন দেখলে তার কি ফল পাওয়া যায়?
কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে

প্রথমেই বলে দিতে চাই, স্বপ্ন জ্যোতিষ অনুসারে স্বপ্নে দেব দেবী দর্শন বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল বা প্রভাব প্রদান করে থাকে, কিন্তু কয়েকটি ক্ষেত্রে তা আবার বিরূপ ফল ও দিয়ে থাকে । তাই বিস্তারে জানতে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন । আর যদি হিন্দু শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এখুনি সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকন এ ক্লিক করুন । CLICK HERE

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?

স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি, কিন্তু জানেনকি স্বপ্ন আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে । বর্তমান স্বপ্ন গবেষকরাও এটা স্বীকার করেছেন, যে স্বপ্ন আমাদের জীবনকে নানা ভাবে প্রভাবিত করে থাকে । স্বপ্ন নিয়ে গবেষণা কিন্তু আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই, শুধুমাত্র ভারতীয় সভ্যতাতেই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতাতেও স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়ে যায়, আর তাদের মতে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই, সাথে দিয়ে থাকে ভবিষ্যতের ইঙ্গিত । তাই স্বপ্নের মানে যদি জেনে নেওয়া যায় তাহলে ভবিষ্যতে আগত কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেতেই পারে, অথবা তার জন্য প্রস্তুত থাকা যেতে পারে । আজকের ভিডিওটি নির্মিত হয়েছে "স্বপ্ন সিদ্ধান্ত" পুস্তক, স্বপ্ন জ্যোতিষ এবং কিছু ম্যাগাজিন ও ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে  । পুস্তক সংগ্রহ করতে চাইলে নিচের লিংকে  ক্লিক করুন -

স্বপ্ন সিদ্ধান্ত পুস্তকটির পিডিএফ বানানো হ্চ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে তৈরী হয়ে যাবে । এখানেই লিংক পেয়ে যাবেন । CLICK HERE

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক  স্বপ্নে দেব দেবীর স্বপ্ন দেখলে দেখলে কি ফল মেলে ?

স্বপ্নে যদি ভগবান শিবকে দেখা হয় তাহলে তা সুস্বাস্থ এবং সফলতার ইঙ্গিত বহন করে । যদি স্বপ্নে শিব লিঙ্গ দেখা যায় তাহলে তা আর্থিক উন্নতি এবং সুস্বাস্থের সংকেত । দেবাদিব মহাদেবকে যদি সাকার রূপে অর্থাৎ মানুষ রূপে দেখা যায় তাহলে তা সমাজে মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংকেত । শিব দুর্গাকে একসাথে দেখলে তা সুখী জীবন এবং সুস্থ দাম্পত্য সম্পর্কের ইঙ্গিত বহন করে ।

স্বপ্নে দেবী কালীকে দেখলে তা শৌর্য বৃদ্ধি বা সাহসিকতার সংকেত বহন করে । কালী পুজো স্বপ্নে হতে দেখলে বা নিজে করতে দেখলে তা সমাজে মান সম্মান বৃদ্ধির সাথে কোনো কাজে সফলতার ইঙ্গিত বার্তা বহন করে । স্বপ্নে দেবী কালীর উগ্র মূর্তি দেখে যদি কেও ভয় পেয়ে যায় তাহলে বুঝতে হবে তাকে তার কোনো কাজ সংশোধন করা দরকার ।

স্বপ্নে কৃষ্ণ দর্শন সকল কাজে সাফল্যের ইঙ্গিত প্রদান করে এবং যদি স্বপ্নে রাধা কৃষ্ণ মূর্তি, বা সাকার রূপে রাধা কৃষ্ণকে দেখা হয় তাহলে তা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ককে আরো গভীর করে তোলে । এই ধরণের মানুষেরা ব্যাবসায় খুব উন্নতি করতে পারে এবং নিজের কথা বোঝাতে খুবই দক্ষ হন এরা ।

স্বপ্নে গণেশ ঠাকুর বা গণেশ মূর্তি দর্শন করলে বিদ্যাতে উন্নতি, সম্পর্কে উন্নতি এবং

স্বপ্নে যদি মা মনসা বা মন্দিরে সর্প মূর্তি দর্শন করা হয় তাহলে তা আর্থিক উন্নতির সংকেত বহন করে সাথেই বিদ্যার্থীদের জন্য বিদ্যাতে উন্নতির ইঙ্গিত প্রদান করে থাকে ।

স্বপ্নে মা লক্ষীকে দেখলে ঘরে আর্থিক উন্নতির সাথে সাথে সেই ঘরে সুখ - শান্তি বিরাজ করে ।

স্বপ্নে মা সরস্বতীর শান্ত মূর্তি দেখা, বিদ্যাতে উন্নতি এবং সুচিতার সংকেত বহন করে ।

মা দুর্গার সিংহ বাহিনী রূপ স্বপ্নে দেখলে, শত্রূ নাশ হয় এবং এই স্বপ্ন সুস্বাস্থ্যের ইঙ্গিত বহন করে থাকে ।

এই ভাবে নানা দেবদেবীর স্বপ্নের আলাদা আলাদা অর্থ বর্ণিত রয়েছে স্বপ্ন সিদ্ধান্ত পুস্তকটিতে । তবে মনে রাখবেন যদি কোনো দেব বা দেবী মূর্তির পশ্চাৎ ভাগ অর্থাৎ পিছনের দিক দর্শন করেন স্বপ্নে তাহলে তা অসফলতার ইঙ্গিত বা জীবনে সমস্যার ইঙ্গিত বার্তা বহন করে । স্বপ্নে ভাঙা দেব দেবীর মূর্তি দর্শন খুবই অশুভ মনে করা হয়ে থাকে ।

স্বপ্ন জ্যোতিষ অনুসারে স্বপ্নে দেবদেবীকে আপনি কোন ভঙ্গিমায় দেখছেন তা সঠিক অর্থে স্বপ্নের মানে বলে দিতে পারে । স্বপ্নে দেব দেবী আপনার উপর সন্তুষ্ট নাকি রুষ্ট, আপনার দিকে মুখ করে আছে নাকি আপনার দিকে পিঠ করে বা আপনার পথ অবরোধ করছে বা আপনাকে ভয় দেখাচ্ছে এই সব কিছু স্বপ্নের ফলাফলকে প্রভাবিত করে তাই যদি আপনি আপনার স্বপ্নের সঠিক অর্থ জানতে চান তাহলে নিজের স্বপ্নের ব্যাপারে নিচে কমেন্ট করে আমায় জানাতে পারেন, আমি মানে বলে দেবার চেষ্টা করবো ।

নানা ধর্মগ্রন্থ,নীতিমূলক গ্রন্থ, বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ সম্পর্কিত নানা গ্রন্থ সংগৃহিত হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং হিন্দু শাস্ত্র জ্ঞান স্টোরে, তাই যদি চান তো একবার ভিসিট করতেই পারেন, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন এ পেয়ে যাবেন ।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।


Post a Comment

8 Comments

  1. আমি আজকে সপনের মধ্যে দেখলাম । আমাদের বাড়ির পাশে একটা অন্নপূর্ণা মন্দির আছে ওখানে গিয়েছি এবং ওখানে গিয়ে আমি অন্নপূর্ণা মূর্তির দিকে তাকিয়ে আছি মা অন্নপূর্ণা মূর্তি আমার দিকে তাকিয়ে আছে । এর মানে টা কি জানাবেন?

    ReplyDelete
  2. আমি কয়েক দিন আগে একটা স্বপনে ভগবান শ্রীকৃষ্ণ কে দেখেছি তিনি আমার কাছে এসে আমার পাশে বসে আমার সাথে কথা বলেছিলেন আমি তার হাত ধরে ছিলাম । আমি তাকে বলেছিলাম যে আমি তাকে অনেক miss করেছি। তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন । এর সঠিক মানে টা একটু বলবেন দয়া করে ।

    ReplyDelete
  3. আজকে আমি সপ্নে গীতা গ্রন্থ দেখেছি। দয়া করে এই স্বপ্নের অর্থটা বলবেন?

    ReplyDelete
  4. আমি মাঝে মাঝেই সপ্নে মন্দিরে শিব লিঙ্গ, মা কালী, মা লক্ষ্মী কে মূর্তি রূপে সরাসরি দেখতে পাই

    ReplyDelete
  5. আমি দেখছি মা দুর্গা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাছেন ,এর অর্থ বলে দিন দয়া করে

    ReplyDelete
  6. স্বপ্নে নারায়ণের শান্ত ও প্রকটরুপ দেখেছি ।ফলাফল জানান ।

    ReplyDelete
  7. আমি দেখেছি স্বপ্নে মা দূর্গার ঘট ডান দিকে পরতে

    ReplyDelete
  8. একটু জানাবেন দয়া করে

    ReplyDelete