২০১৯ সালের শারদীয়া দূর্গা পূজার সময়সূচী - মা কিসে আসবেন এবং কিসে যাবেন?

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই । আজকের ভিডিওটিতে জানবেন শারদীয়া দূর্গা পূজার সম্পূর্ণ সময়সূচী এবং মা কিসে আসবেন এবং কিসে যাবেন এবং তার ফলাফল সম্পর্কে ।
Durga Puja, 2019 - Date and Time (Full Schedule)

সামনেই আসছে শরৎকাল আর শরৎকাল মানেই বাঙালির দুর্গাপূজা । এই অপেক্ষা সারা বছরের । বাঙালি পরিবারে বছরের শুরুতে কোনো ক্যালেন্ডার এলেই, সকলে একবার চোখ বুলিয়ে দেখে নেয় যে কবে দুর্গাপূজা । দুর্গাপুজোর দিনক্ষণ দেখা হতেই শুরু হয়ে যায়, বাঙালির মহা পার্বনের । এই অপেক্ষাকে যেন আরো উসকে দেয় মহালয়া । কাশ ফুলের সৌন্দর্য আর শিউলি ফুলের গন্ধ যেন জানান দিতে থাকে মা আসছেন ।



শাস্ত্র মতে প্রতি বছরই মা কোনো না কোনো বাহনে চড়ে আসেন, আর সেই একই বাহনে বা আলাদা কোনো বাহনে ফিরে যান এবং যার কিছু শুভ-অশুভ ফলাফল থাকে বলে মনে করা হয় । তাহলে আসুন জেনে নেওয়া যাক ২০১৯ সালে মা দূর্গা তার কোন বাহনে আসবেন আর কিসে ফিরে যাবেন এবং সাথেই  ২০১৯ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচী ?


মহালয়া: বীরেন্দ্র কৃষ্ণা ভদ্রের কণ্ঠে মহালয়া না শুনে বাঙালির দিন কিছুতেই শুরু হয় না । এই বছর এই দিনটি পড়েছে ২৮ সেপ্টেম্বর, শনিবার অর্থাৎ ১০ ই আশ্বিন । কার্যত এই দিন থেকেই শুরু হয়  বাঙালির সব থেকে বড় পুজোর দিন গোনা ।



মহাষষ্ঠী পড়েছে ৪ অক্টোবর, শুক্রবার অর্থাৎ ১৬ আশ্বিন  । পঞ্জিকা মতে সেইদিন দেবীর আগমন হচ্ছে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে যার ফল হল ছত্রভঙ্গ । পন্ডিতরা বলছেন দেবীর ঘোড়ায় চড়ে আগমন খুব  একটা শুভ নয় । শাস্ত্র মতে তা কোনো দুর্যোগ আসার সম্ভাবনা ।

২০১৯ সালের দুর্গাপূজা পড়েছে ৩ অক্টোবর, বৃহস্পতি বার থেকে ৮ ই অক্টোবর মঙ্গল বার পর্যন্ত  ।

৩ অক্টোবর, বৃহস্পতিবার  - মহাপঞ্চমী
৪ অক্টোবর, শুক্রবার  - মহাষষ্ঠী
৫ অক্টোবর, শনিবার  - মহাসপ্তমী
৬ অক্টোবর, রবিবার -  মহাঅষ্টমী
৭ অক্টোবর, সোমবার -  মহানবমী
আর ৮ অক্টোবর, মঙ্গলবার - বিজয়া দশমী ।
 


দশমীর দিন মা দুর্গার গমন হচ্ছে ঘোটকে অর্থাৎ ছত্রভঙ্গ । এই বছর মা দুর্গার আগমন এবং গমন দুই এই ঘোড়ায় চড়ে অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ পাবে সাথেই থাকবে নানা দুর্যোগের সম্ভাবনা ।

তো দর্শক এই ছিল ২০১৯ সালের দুর্গাপূজার সময়সূচী এবং মা কিসে আসবেন, কিসে যাবেন এবং তার ফলাফলের বর্ণনা ।

পোষ্টটি আপনার কেমন লেগেছে তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করার সাথেই কমেন্টে লিখুন - জয় মা দূর্গা

পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।



Post a Comment

0 Comments