নমস্কার, হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজেকে আলোচনা করবো - নুনের কয়েকটি প্রয়োগ সম্পর্কে যা আপনার বাস্তুদোষ কাটাতে এবং বাস্তুর নেগেটিভ এনাৰ্জি কম করতে সাহায্য করবে ।
বাস্তুদোষ থাকলে তা বাসগৃহে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে জগড়া অশান্তির সাথেই আসে নানা কাজে অসফলতা । কিন্তু চাইলেই শুধুমাত্র বাড়িতে থাকা নুনের কয়েকটি ব্যবহার আপনার বাস্তুর নেগেটিভ এনার্জির মাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারে ।
বহু প্রাচীন কাল থেকে বাস্তুদোষ নিবারণে ব্যবহার হয়ে আসা নুনের এই প্রয়োগগুলির ব্যাপারে বিস্তারে জানতে পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন ।
নুন শুধুমাত্র যে খাবারে স্বাদ আনে তাই নয় । আমাদের শাস্ত্র অনুসারে নুন আমাদের জীবনেও সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে । আর এটি শুধুমাত্র শাস্ত্র সম্পর্কিত কথাই নয়, আধুনিক বিজ্ঞানও নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নুনের এই চমৎকারই গুনের কথা মেনে নিয়েছে ।
১. এক বালতি জলে দুই চামচ নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘর পরিষ্কার করুন । বৃহস্পতি এবং রবিবার ছাড়া বাকি সব দিন আপনি এই প্রয়োগ করতে পারেন । কিছুদিন এরকম করলে দেখবেন ঘরের নেগেটিভ এনার্জির মাত্রা অনেকটা কমে গেছে আর তা আপনি বুঝতে পারবেন ঘরের মানুষদের আচরণ দেখে ।
২. মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হলে স্নানের জলে এক চামচ নুন মিশিয়ে সেই জলে স্নান করুন । এতে শরীরের নেগেটিভিটি কম হয় এবং শরীর শুদ্ধ হয় । প্যারানরমাল এক্সপার্ট অর্থাৎ যারা ভুত, প্রেত এবং অশরীরী নিয়ে গবেষণা করেন তারা কোনো হন্টেড জায়গা থেকে ফিরে এই উপায়টি করে থাকেন ।
৩. বাড়িতে শান্তির পরিবেশ ফিরে পেতে বেড রুম বা শোবার ঘরে সৈন্ধব লবন রাখুন ।
৪. নজরদোষ দূর করতে এক মুঠো নুন ডান হাতে নিয়ে পর, যার নজর দোষ লেগেছে তার মাথার উপর পাঁচ বার অথবা সাত বার ঘুরিয়ে কোনো নদী বা প্রবাহ মান জলে ভাসিয়ে দিন । এতে নজর দোষ দূর হবে ।
৫. দীর্ঘদিন ধরে কোনো ব্যাক্তি অসুস্থ থাকলে সেই ব্যাক্তির বিছানার পাশে টেবিলে, একটি কাঁচের পাত্রে খোলা অবস্থায় কিছুটা নুন রেখে দিতে হবে । প্রতি সপ্তাহে এই নুন বদলে ফেলতে হবে ।
৬. নজর দোষ, কালোজাদু বা তন্ত্র ক্রিয়ার প্রভাব কমাতে বা তা থেকে মুক্ত হতে দুই হাতে একমুঠো করে নুন নিয়ে ৫ মিনিট পর্যন্ত বসে থাকুন এবং তার পর সেই নুন প্রবাহমান কোনো জলে ভাসিয়ে দিন বা যদি ঘরে ক্রিয়াটি করেন তাহলে সেই নুন বেসিনে ফেলে হাত ধুয়ে নিতে পারেন ।
৭. বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকলে বাড়ির প্রতিটি ঘরে, এমনকি টয়লেট বাথরুমেও মাটির বা কাছের পাত্রে খোলা অবস্থায় নুন রেখে দিন । মনে রাখবেন প্রতি সপ্তাহে বা প্রতি ১৫ দিন অন্তর অন্তর সেই নুন আপনাকে বদলে ফেলতে হবে ।
৮. তাছাড়া বাড়ির দরজায় একটি লাল কাপড়ে নুন বেঁধে ঝুলিয়ে দিন । এটি বাড়িতে সহজে কোনো অশুভ শক্তিকে প্রবেশ করতে দেবে না ।
৯. অর্থ ভাগ্য ভালো করতে একটি ছোট লাল কাপড়ে দুই থেকে তিন চামচ নুন নিয়ে সেই কাপড়ের একটি পুটলি বানিয়ে নিন এবং তা নিজের আলমারি বা টাকা রাখার স্থানে রাখুন ।
এই সব প্রয়োগে কয়েকটি সতর্কিকরণ রয়েছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে -
১. উপায়ে ব্যবহার করা নুন কখনো পুনরায় ব্যবহার করবেন না, কারণ সেই নুন আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে শোষণ করেছে । সেই নুন সব সময় কোনো নদীতে বা প্রবাহ মান জলে ভাসিয়ে দিতে হবে ।
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে নুনকে চন্দ্র ও শুক্রের প্রতীক হিসাবে মানা হয় । অনেকে আবার এই নুনকে রাহুর প্রতীক বলেও মনে করে থাকেন তাই নুনকে কখনো মাটিতে ফেলবেন না বা সরাসরি নুনকে কারো হাতে দেবেন না ।
৩. নুনকে সব সময় মাটির বা কাঁচের পাত্রে রাখবেন । প্লাস্টিক বা অন্য কোনো ধাতুর পাত্রে রাখবেন না ।
৪. রান্নাঘরে রাখা নুন যা খাবারে ব্যবহার করা হয় তা সব সময় ঢেকে রাখা উচিত । কখনো খোলা ফেলে রেখে দেবেন না ।
তো দর্শকেরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করুন আর কোনো প্রশ্ন থেকে থাকলে ভিডিওটির নিচে কমেন্ট করুন ।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
Vastu Remedies for Home using Salt
বাস্তুদোষ থাকলে তা বাসগৃহে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে জগড়া অশান্তির সাথেই আসে নানা কাজে অসফলতা । কিন্তু চাইলেই শুধুমাত্র বাড়িতে থাকা নুনের কয়েকটি ব্যবহার আপনার বাস্তুর নেগেটিভ এনার্জির মাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারে ।
বহু প্রাচীন কাল থেকে বাস্তুদোষ নিবারণে ব্যবহার হয়ে আসা নুনের এই প্রয়োগগুলির ব্যাপারে বিস্তারে জানতে পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন ।
নুন শুধুমাত্র যে খাবারে স্বাদ আনে তাই নয় । আমাদের শাস্ত্র অনুসারে নুন আমাদের জীবনেও সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে । আর এটি শুধুমাত্র শাস্ত্র সম্পর্কিত কথাই নয়, আধুনিক বিজ্ঞানও নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নুনের এই চমৎকারই গুনের কথা মেনে নিয়েছে ।
১. এক বালতি জলে দুই চামচ নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘর পরিষ্কার করুন । বৃহস্পতি এবং রবিবার ছাড়া বাকি সব দিন আপনি এই প্রয়োগ করতে পারেন । কিছুদিন এরকম করলে দেখবেন ঘরের নেগেটিভ এনার্জির মাত্রা অনেকটা কমে গেছে আর তা আপনি বুঝতে পারবেন ঘরের মানুষদের আচরণ দেখে ।
২. মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হলে স্নানের জলে এক চামচ নুন মিশিয়ে সেই জলে স্নান করুন । এতে শরীরের নেগেটিভিটি কম হয় এবং শরীর শুদ্ধ হয় । প্যারানরমাল এক্সপার্ট অর্থাৎ যারা ভুত, প্রেত এবং অশরীরী নিয়ে গবেষণা করেন তারা কোনো হন্টেড জায়গা থেকে ফিরে এই উপায়টি করে থাকেন ।
৩. বাড়িতে শান্তির পরিবেশ ফিরে পেতে বেড রুম বা শোবার ঘরে সৈন্ধব লবন রাখুন ।
৪. নজরদোষ দূর করতে এক মুঠো নুন ডান হাতে নিয়ে পর, যার নজর দোষ লেগেছে তার মাথার উপর পাঁচ বার অথবা সাত বার ঘুরিয়ে কোনো নদী বা প্রবাহ মান জলে ভাসিয়ে দিন । এতে নজর দোষ দূর হবে ।
৫. দীর্ঘদিন ধরে কোনো ব্যাক্তি অসুস্থ থাকলে সেই ব্যাক্তির বিছানার পাশে টেবিলে, একটি কাঁচের পাত্রে খোলা অবস্থায় কিছুটা নুন রেখে দিতে হবে । প্রতি সপ্তাহে এই নুন বদলে ফেলতে হবে ।
৬. নজর দোষ, কালোজাদু বা তন্ত্র ক্রিয়ার প্রভাব কমাতে বা তা থেকে মুক্ত হতে দুই হাতে একমুঠো করে নুন নিয়ে ৫ মিনিট পর্যন্ত বসে থাকুন এবং তার পর সেই নুন প্রবাহমান কোনো জলে ভাসিয়ে দিন বা যদি ঘরে ক্রিয়াটি করেন তাহলে সেই নুন বেসিনে ফেলে হাত ধুয়ে নিতে পারেন ।
৭. বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকলে বাড়ির প্রতিটি ঘরে, এমনকি টয়লেট বাথরুমেও মাটির বা কাছের পাত্রে খোলা অবস্থায় নুন রেখে দিন । মনে রাখবেন প্রতি সপ্তাহে বা প্রতি ১৫ দিন অন্তর অন্তর সেই নুন আপনাকে বদলে ফেলতে হবে ।
৮. তাছাড়া বাড়ির দরজায় একটি লাল কাপড়ে নুন বেঁধে ঝুলিয়ে দিন । এটি বাড়িতে সহজে কোনো অশুভ শক্তিকে প্রবেশ করতে দেবে না ।
৯. অর্থ ভাগ্য ভালো করতে একটি ছোট লাল কাপড়ে দুই থেকে তিন চামচ নুন নিয়ে সেই কাপড়ের একটি পুটলি বানিয়ে নিন এবং তা নিজের আলমারি বা টাকা রাখার স্থানে রাখুন ।
এই সব প্রয়োগে কয়েকটি সতর্কিকরণ রয়েছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে -
১. উপায়ে ব্যবহার করা নুন কখনো পুনরায় ব্যবহার করবেন না, কারণ সেই নুন আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে শোষণ করেছে । সেই নুন সব সময় কোনো নদীতে বা প্রবাহ মান জলে ভাসিয়ে দিতে হবে ।
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে নুনকে চন্দ্র ও শুক্রের প্রতীক হিসাবে মানা হয় । অনেকে আবার এই নুনকে রাহুর প্রতীক বলেও মনে করে থাকেন তাই নুনকে কখনো মাটিতে ফেলবেন না বা সরাসরি নুনকে কারো হাতে দেবেন না ।
৩. নুনকে সব সময় মাটির বা কাঁচের পাত্রে রাখবেন । প্লাস্টিক বা অন্য কোনো ধাতুর পাত্রে রাখবেন না ।
৪. রান্নাঘরে রাখা নুন যা খাবারে ব্যবহার করা হয় তা সব সময় ঢেকে রাখা উচিত । কখনো খোলা ফেলে রেখে দেবেন না ।
তো দর্শকেরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করুন আর কোনো প্রশ্ন থেকে থাকলে ভিডিওটির নিচে কমেন্ট করুন ।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
0 Comments