বিবাহিত মহিলাদের কি কি জিনিস করা একেবারেই উচিত নয়

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকের এই পোস্টটিতে আপনারা জানবেন বিবাহিত মহিলাদের কি কি জিনিস করা একেবারেই উচিত নয় ।

বিবাহিত মহিলাদের কি কি করা উচিত নয়


বিয়ের পর সাধারণতঃ মেয়েদের উপর সংসারের অনেক দায়িত্ব চলে আসে । সংসারের মঙ্গল অমঙ্গলের সাথে সাথে স্বামীর মঙ্গল অমঙ্গলের কথাও মেয়েদের ভাবতে হয় । এমন কিছু কাজ আছে যেগুলো করলে সংসার কিংবা স্বামীর ক্ষতি নিশ্চিত । আজ আপনারা জানবেন সেই সব কাজগুলোর কথা । বিয়ের পর মেয়েদের দায়িত্ববান হবার সাথে সাথে বিশেষ কিছু দিকে নজর রাখতে হয় । বিশেষ করে জামাকাপড়, গহনা আর কিছু বাস্তুগত দিকে ।  প্রাচীন মুনিঋষিদের মতে বিয়ের পর মেয়েদের পরিহিত পোশাকের উপর তাদের সুখ দুঃখ নির্ভর করে থাকে । এমনকি মেয়েদের করা কিছু কিছু কাজের জন্য সংসারের মঙ্গল বা অমঙ্গল হতে পারে ।  তো চলুন জেনে নেওয়া যাক বিবাহিত মহিলাদের কি কি করা উচিত নয় আর এর জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ।

প্রথমে আমরা জেনে নেব মেয়েদের কি কি জিনিস পরা উচিত নয় :

১) কালো চুরি বা কালো রঙের টিপ্ : অনেক মেয়েরাই সাজার জন্য কালো রঙের টিপ্ বা চুরি পরে থাকেন । কিন্তু বিবাহিত মহিলাদের কালো রঙের টিপ্ বা চুরি পড়া একেবারেই উচিত নয় । বাস্তুমতে বলা হয়ে থাকে কালো রং অশুভ । কালো চুরি পড়লে সংসারে আর্থিক অবনতি দেখা দিতে পারে বা স্বামীর ক্ষতি হতে পারে । আর কালো টিপ্ মেয়েদের চরম ক্ষতি ডেকে আনতে পারে । তাই বিবাহিত মহিলাদের কালো রঙের জিনিস না পড়াই ভালো ।

২) সাদা শাড়ী : আধুনিকতার জন্য অনেক বিবাহিত মহিলারা সাদা রঙের জিন্স টপ বা সাদা শাড়ী পরে থাকেন । সাদা রঙের পোশাক বিবাহিত মহিলাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে । স্বামীর শরীর অসুস্থ হতে পারে । এমনকি পরিবারের লোকেদের সাথে ঝগরাজাটি হবার সম্ভবনা থাকে ।

৩) সোনার নুপুর : অনেক মেয়েরাই পায়ে সোনার নুপুর পরে থাকে । কিন্তু বিবাহিত মহিলাদের সোনার নুপুর পরা একেবারেই উচিত নয় । সোনাকে কুবের দেবতার প্রতীক বলে মনে করা হয় । তাই সোনার নুপুর পায়ে পড়লে দেবতাকে অসম্মান করা হয় যার ফলে সংসারের অমঙ্গল হতে পারে । তাই বিবাহিত মহিলাদের পায়েল না পরাই সংসার এবং স্বামীর জন্য মঙ্গলজনক ।

৪) সুগন্ধি : মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাড়ীর বাইরে যাওয়া খুব একটা মঙ্গলজনক নয় । কিন্তু বর্তমান সমাজের অধিকাংশ মহিলা বাইরে যাওয়ার প্রাক্কালে বিভিন্ন সুগন্ধি মেখে নিজেকে সুরভিত ও সুবাশিত করে বাইরে বের হয়। আর তাদের পাশ দিয়ে অতিক্রমকারীরা তাদের সুগন্ধে বিমোহিত হয়। এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। যে নারী সুগন্ধি ব্যবহার করল অতঃপর লোকদের পাশ দিয়ে এ উদ্দেশ্যে অতিক্রম করল যে, তারা যেন তার সুঘ্রাণ পায়, তাহলে সে ব্যভিচারী ।
কারণ সুগন্ধি যেমন স্বামীর হৃদয় আকর্ষণ করে সুপ্ত কামনা জাগ্রত করে, তেমনি পরপুরুষের মন আকৃষ্ট করে ও তার কামনাকে প্রবল করে। এতে ঘটে যেতে পারে বিভিন্ন দুর্ঘটনা।

৫) পোষাকে ছবি-মূর্তি না থাকা : যেসব পোষাকে বা অলঙ্কারে কোন মানুষ বা জীব-জন্তুর ছবি অঙ্কিত থাকে তা ব্যবহার করা উচিত নয়।


এবার আমরা জেনে নেব মেয়েদের কি কি জিনিস করা উচিত নয় :

১) বিবাহিত মহিলাদের মদ্যপান করা একেবারেই উচিত নয় । তাতে সংসারের অমঙ্গল হয়ে থাকে ।

২) সন্ধ্যের সময় অনেকক্ষন ধরে বিছানায় শুয়ে থাকা বা ঘুমানো বিবাহিত মহিলাদের একেবারেই অনুচিত । এতে সংসারে ঝামেলার সৃষ্টি হতে পারে বা স্বামীর কর্মক্ষেত্রে বিগ্ন ঘটতে পারে ।

৩) অনেক মেয়েরাই বাড়িতে কুকুর, বিড়াল ইত্যাদি পোষ মানায় । কিন্তু বিবাহিত মহিলাদের বাড়িতে  বিড়ালকে পোষ মানানো একেবারেই উচিত নয় । বলা হয়ে থাকে ঘরে বিড়াল থাকলে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি বজায় থাকে না ।

৪) সন্ধ্যে থেকে রাত অবধি ঘর ঝাড়ু দেওয়া খুবই অশুভ ।

 এছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যেগুলো করা উচিত নয় । যেমন বিয়ে উপলক্ষে বা অন্যান্য অনুষ্ঠানে চুলের গোছা ভারী বা দীর্ঘ দেখানোর জন্য অথবা টাক ঢেকে রাখার জন্য নকল চুল লাগানো হয় । বিবাহিত মহিলাদের নকল চুল লাগানো অশুভ বলে মনে করা হয় ।

চোখের পাতায় অতিরিক্ত ল্যাশ লাগানো উচিত নয় ।

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর যতটা সম্ভব শেয়ার করুন । আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর জানুন নতুন নতুন তথ্য ।

ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।



Post a Comment

0 Comments