স্বপ্নে হাতি দেখলে কি হয়
নমস্কার হিন্দু শাস্ত্র পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকের এই ভিডিওটিতে জানবেন স্বপ্নে হাতি দেখলে কি হয় বা হাতি জনিত নানা স্বপ্নের অর্থ ও তার ফলাফল ।স্বপ্নে হাতি দেখা -
স্বপ্ন সকলেই কম বেশি দেখে থাকি আমরা, কিন্তু জানেন কি স্বপ্ন আমাদের জীবনকে কতখানি প্রভাবিত করতে পারে । কখনো কি এরকম হয়েছে যে যখন স্বপ্ন দেখলেন তার কিছুক্ষন পর স্বপ্নটা ভুলে গেলেন কিন্তু তার কয়েক ঘন্টা পর বা কয়েক দিন পর যখন সেই স্বপ্নে দেখা জিনিস আপনার চোখের সামনে ঘটে তখন আপনার পুরো স্বপ্নটা মনে পড়ে যায়?
যদি আপনার সাথেও এরকম হয়েছে বা হয় তাহলে আপনি পৃথিবীর সেই ১০% লোকের মধ্যে যাদের কুণ্ডলিনী শক্তি আংশিক জাগ্রিত এবং এই ধরণের মানুষদের ইচ্ছা শক্তিও প্রবল ।
স্বপ্ন নিয়ে আজও বৈজ্ঞানিকরা নানা গবেষণা করে চলেছেন যাদের আমরা স্বপ্ন গবেষক বলে থাকি । কিন্তু স্বপ্ন নিয়ে গবেষণা তো আজকের নয় । আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই শুধু মাত্র ভারতীয় ঋষি মুনিরাই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতার লোকেরাও শুরু করে স্বপ্ন নিয়ে গবেষণা । আর তাদের মতানুসারে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই সাথেই দিয়ে থাকে আগত ভবিষ্যতের ইঙ্গিত ।
স্বপ্নের নানা মানে বর্ণিত রয়েছে, এরকম নানা বইও লেখা হয়েছে সময়ে সময়ে আর তাদের মধ্যেই দুটি বই স্বপ্ন সিদ্ধান্ত এবং মোহাম্মদ খাবনামা থেকে আজকের এই ভিডিওটির সমস্ত তথ্য সংগৃহিত । যদি আপনারা এই বই দুটি সংগ্রহ করতে চান তাহলে লিংক নিচে দেওয়া হল ।
স্বপ্নে হাতি দেখা বেশিরভাগ ক্ষেত্রে শুভ মনে করা হয়ে থাকে । স্বপ্নে হাতি দেখলে আর্থিক উন্নতি বা পুত্র সন্তান লাভের ইঙ্গিত বলা হয়েছে নানা প্রাচীন গ্রন্থে । কিন্তু স্বপ্নে হাতি দর্শন কিছু ক্ষেত্রে ডেকে আনতে পারে সমস্যা । স্বপ্নে হাতিকে কোন অবস্থায় দেখলে কি হয় জানতে মনোযোগ সহকারে পড়তে থাকুন ।
হাতি জনিত নানা স্বপ্নের মানে -
স্বপ্নে সাদা হাতি দর্শন - স্বপ্নে সাদা হাতি দেখা খুব শুভ । বলা হয়ে থাকে স্বপ্নে সাদা হাতি দেখলে ভাগ্যলক্ষী সহায় হয় এবং সাত রাজার ধন অর্জন করার রাস্তা খুলে যায় ।
স্বপ্নে নিজের সামনে বিশাল হাতি দাঁড়িয়ে থাকতে দেখা - স্বপ্নে নিজের সামনে বিশাল হাতি দাঁড়িয়ে থাকতে দেখলে সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায় । এই ধরণের স্বপ্ন দেখলে পড়াশুনাতে বা কর্মে উন্নতি দেখা যায় ।
স্বপ্নে দুই হাতি ও তাদের বাচ্চা - স্বপ্নে দুই হাতি এবং তাদের সাথে হাতির বাচ্চা দেখলে পরিবারে সুখ সমৃদ্ধির সংকেত এটি । দাম্পত্য সম্পর্কে উন্নতি দেখা দেয় ।
স্বপ্নে হাতি কিছু খাচ্ছে দেখা - স্বপ্নে হাতি খাচ্ছে দেখলে ঘরে কখনো খাবারের অভাব হয় না, আর যদি দেখেন আপনি নিজের হাতে হাতিকে কিছু খাওয়াচ্ছেন তাহলে তা খুবই শুভ ।
স্বপ্নে নিজেকে হাতির উপর বসে থাকতে দেখা - স্বপ্নে যদি নিজেকে হাতির উপর চড়ে থাকতে দেখেন তাহলে ভ্রমণ বা বৈদেশিক মুদ্রা লাভের সংকেত এটি ।
স্বপ্নে হাতি যদি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে - স্বপ্নে যদি দেখেন হাতি এক দৃষ্টিতে আপনার চোখের দিকে তাকিয়ে রয়েছে তাহলে বিদ্যাতে বা পড়াশোনায় সার্বিক উন্নতির সংকেত এটি ।
স্বপ্নে হাতি তাড়া করছে দেখা - স্বপ্নে যদি দেখেন হাতি আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি কোনো অসফলতা আপনাকে ঘিরে ধরবে, তাই সতর্ক থাকা দরকার । বিদ্যার্থীরা এই স্বপ্ন দেখলে পড়াশোনার দিকে নজর দেওয়া দরকার ।
স্বপ্নে যদি দেখেন হাতি বুকে পা রেখেছে - স্বপ্নে যদি দেখেন হাতি আপনার বুকে পা রেখেছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হয় নি তাহলে জানবেন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে ।
স্বপ্নে হাতির মল দেখা - স্বপ্নে হাতির মল বা পায়খানা দেখার অর্থ আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন । এই ধরণের স্বপ্ন দেখলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
স্বপ্নে মৃত হাতি দর্শন - স্বপ্নে মরা হাতি দেখা বা হাতির অস্থি কঙ্কাল দেখা খুবই অশুভ । জীবনে হটাৎ করে সমস্যার পাহাড় নেমে আসে । কাজে সাফল্য অর্জন করতে খুব বেশি পরিশ্রম করতে হবে ।
তো দর্শকেরা এই ছিল হাতি জনিত দশটি মূল স্বপ্নের ফলাফল । যদি আপনিও স্বপ্নে হাতি দেখেছেন এবং আপনার স্বপ্নের মানে জানতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনার স্বপ্নের মানে বলে দেওয়ার ।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
5 Comments
আমি আজ রাত্রে হাতির সপ্ন দেখে ছি লাম
ReplyDeleteআমি একটা হাতির বাচচাকে পানিতে খেলা করতে দেখেছি এর মানে ক? আমি ২ মাসেরপ্রেগন্যান্ট দয়া করেএকটু বলেন
ReplyDeleteআমার সামনে দুটি হাতি ছিল,তারা চারিপাশের বাড়ি ঘর ভাঙলেও আমি যে বাড়িটি স্বপ্নে দেখি সেই বাড়িতে যখন সে প্রবেশ করে সে শান্ত হয়ে যায়।এতটাই শান্ত যে সে আমাদের গা ঘেঁষে চলে গেলেও তাকায় না পর্যন্ত।এবং সে ওই বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যায়
ReplyDeleteআমি স্বপ্নে দেখলাম একটা জায়গায় বেড়াতে গিয়েছি। সে জায়গাটা ছিল পাহাড়ি অঞ্চল। হঠাৎ অনেক গুলো হাতি পাহাড়ি অঞ্চলে আক্রমন করতে লাগল। সেই ভয়ে লোকজন পালাতে লাগল। আর আমিও ভয়ে পালাতে লাগলাম। হাতি গুলোর মধ্যে থেকে একটা হাতি আমাকে তাড়াতে লাগল। আমিও ভয়ে এক বিশাল পাহাড়ের ওপরে একটা গাছে উঠলাম। আমার সাথে আরও কয়েকজন লোকও ওঠল। তার মধ্যে আমার এক পুরনো বন্ধু ছিল। যাইহোক, হাতিটা শেষ পর্যন্ত গাছে কাছে এসে আমাকে শুর দিয়ে ধরতে লাগল। অনেক
ReplyDeleteচেষ্টা করার পর প্রথমে আমি তার শুড়ে অনেকবার আঘাত করি, সে মাটিতে পরে গিয়ে আবার ওঠে এসে আমাকে ধরতে লাগল, আমি আবার তার শুড়ে আঘাত করি এবার সে মাটিতে পড়ে গিয়ে, আর আসেনি,। কিন্তু দুরে আরও একটি হাতি দেখতে পেলাম। তার লক্ষও ছিল আমাকে ধরার। তবে প্রথম হাতিটি আমাকে না ধরতে পেরে সেই হাতিটাকেই তাড়াতে লাগল। অমনি জাগ্রত হলাম এর ব্যাখ্য চাই
আমি সপ্নে হাতি দেখলাম সে আমার দিকে তাকিয়ে ছিল । হাতিটি আমাকে কোন রকম তাড়া করে নি তবুও আমি দৌড়ে পালিয়েছি । এর ব্যাখ্যা কি হবে?????
ReplyDelete