ধনতেরাস, কালীপুজো ও ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচী

নমস্কার দর্শক বন্ধুরা হিন্দু শাস্ত্র জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম । আজ আমি আপনাদেরকে বলবো ধনতেরাস, কালীপুজো ও ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচী । বাঙালির বারো মাসে তেরো পার্বণ । কিছুদিন আগেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে । এরপর দুর্গার অন্য রূপ কালী পূজার মধ্য দিয়ে বাঙালিরা মেতে উঠবে অনাবিল আনন্দে এবং তার পাশাপাশি রয়েছে ধনতেরাস ও ভাইফোঁটার উৎসব । সংসারের শ্রীবৃদ্ধির জন্য ধনতেরাস উৎসব হলো কল্যাণময় এবং আনন্দের উৎসব । কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস উৎসব পালন করা হয়ে থাকে । তারপরেই অনুষ্ঠিত হবে ভাইফোঁটা যা ভাতৃদ্বিতীয়া নামেও পরিচিত । আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হল কবে, কখন পালিত হবে এই উৎসব গুলি ।


ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন তাহলে এক্ষনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন এ ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন । তো দর্শকবৃন্দ চলুন এবার জেনে নেওয়া যাক ধনতেরাস, কালীপুজা ভাইফোঁটা নির্ঘন্ট ও সময়সূচী ।

প্রথমেই বলি ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচী । ইংরেজি 25 অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে ধন্ত্রায়দশি উৎসবটি । বাংলা তারিখটি হলো 7 ই কার্তিক । ধনতেরাসের তিথি লাগছে 25 শে অক্টোবর বাংলা 7 ই কার্তিক শুক্রবার বিকেল চারটা 25 মিনিটে এবং এই তিথিটি ছাড়ছে 26 শে অক্টোবর বাংলা ৮ ই কার্তিক শনিবার দুপুর দু'টা ৩ মিনিটে ।

এবার জেনে নিন কালীপূজার পূর্ণাঙ্গ সময়সূচি । ইংরাজি 27 শে অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে কালীপূজা । বাংলা তারিখ টি হল 9 ই কার্তিক । অমাবস্যাতিথি লাগছে 27 শে অক্টোবর বাংলা 9 ই কার্তিক রবিবার দুপুর 11 টা 46 মিনিটে এবং এই অমাবস্যা তিথিটি ছাড়ছে 28 শে অক্টোবর বাংলা ১০ ই কার্তিক পরের দিন সোমবার সকাল ৯ টা 39 মিনিটে ।

সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার জেনে নেব ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি । ইংরেজি ২৯ শে অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভাইফোঁটা । বাংলা তারিখটি হল 11 ই কার্তিক । ভাইফোঁটার শুভ তিথিটি লাগছে 29 শে অক্টোবর মঙ্গলবার সকাল 7 টা 47 মিনিটে এবং এই তিথিটি ছাড়ছে 30 শে অক্টোবর বুধবার সকাল 6:13 মিনিটে । বাংলা তারিখটি হল ১২ ই কার্তিক ।

তো ভিউয়ার্স এই ছিল ধনতেরাস, কালীপূজা এবং ভাইফোঁটার সময়সূচি । ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Post a Comment

0 Comments