স্বপ্নে নদী দেখলে কি হয় ?

নমস্কার, হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই । আজ আমি আপনাদের বলবো স্বপ্নে নদী দেখলে কি হয় 

স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি । কিন্তু জানেন কি স্বপ্ন আমাদের বাস্তব জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে ।

Sopne Nodi Dekhle ki Hoy?

স্বপ্ন নিয়ে আজও বৈজ্ঞানিকরা নানা গবেষণা করে চলেছেন যাদের আমরা স্বপ্ন গবেষক বলে থাকি । কিন্তু স্বপ্ন নিয়ে গবেষণা তো আজকের নয় । আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই শুধু মাত্র ভারতীয় ঋষি মুনিরাই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতার লোকেরাও শুরু করে  স্বপ্ন নিয়ে গবেষণা । আর তাদের মতানুসারে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই সাথেই দিয়ে থাকে আগত ভবিষ্যতের ইঙ্গিত ।

নানান স্বপ্নের নানারকম মানে রয়েছে । স্বপ্নের অর্থ নিয়ে নানা বইও লেখা হয়েছে সময়ে সময়ে আর তাদের মধ্যেই দুটি বই স্বপ্ন সিদ্ধান্ত এবং মোহাম্মদ খাবনামা থেকে আজকের সমস্ত তথ্য সংগৃহিত ।

স্বপ্নে কেউ নদী দেখলে সাধারণত সেই স্বপ্ন শুভ বলে মনে করা হয়ে থাকে । কিন্তু অনেক ক্ষেত্রে স্বপ্নে নদী দেখলে সেটা অশুভ ফলও দিয়ে থাকে । তাই স্বপ্নে নদী দেখা কোন কোন ক্ষেত্রে শুভ আর কোন কোন ক্ষেত্রে অশুভ সেই সম্পর্কে জানতে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন ।

১) স্বপ্নে যদি কেউ নদীতে নিজেকে স্নান করতে দেখে তাহলে সেই স্বপ্ন কোনো ভালো কাজ করার ইঙ্গিত দেয় ।

২) আর  যদি স্বপ্নে অন্য কাউকে স্নান করতে দেখে তাহলে সেই স্বপ্নের অর্থ হলো আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকলে সেটা আর থাকবে না । সকলের মধ্যে শান্তি ফিরে আসবে ।

৩) স্বপ্নে কেউ নদীর জল পান করতে দেখলে সেই স্বপ্ন মানসিক শান্তির ইঙ্গিত দেয় ।

৪) যদি স্বপ্নে কেউ নদীতে নোংরা জল দেখে কিন্তু সেই জল হাতে নেবার পর যদি পরিষ্কার দেখায় তাহলে সেই স্বপ্ন  আপনার বর্তমান জীবনে কোনো সমস্যার ইঙ্গিত দেয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনার কর্মজীবনে সফলতার ইঙ্গিত দেয় ।
কিন্তু যদি স্বপ্নে দেখেন নদীর জল নোংরা এবং সেই জল আপনার হাতে নেবার পরও ঘোলা দেখাচ্ছে তাহলে সেই স্বপ্ন আপনার সামনে কোনো বড় বিপদের ইঙ্গিত দেয় ।

৫) যদি স্বপ্নে কেউ নদীতে ভ্ৰমণ করতে দেখেন তাহলে সেই স্বপ্ন আপনার কাজে সফলতা আসার সংকেত দিয়ে থাকে ।

৬) স্বপ্নে কেউ নদী পার হয়ে আসতে দেখলে সেই স্বপ্ন কোনো চিন্তা থেকে মুক্তি পাবার সংকেত ।

৭) স্বপ্নে কেউ নদীর ঢেউ দেখতে পেলে সেই স্বপ্নের মানে হলো বর্তমানে আপনার জীবনে কোনো বিপদ আসবে না কিন্তু ভবিষ্যতে আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন । তাই সাবধানে থাকুন ।

৮) যদি কেউ স্বপ্নে দেখেন নদীর জলে পড়ে আপনার কোনো জিনিস হারিয়ে গেছে তাহলে সেই স্বপ্নের মানে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে উঠতে পারে ।

৯) স্বপ্নে কেউ নিজেকে নদীতে বসবাস করতে দেখলে সেই স্বপ্ন কোনো পূর্ণ কাজের সংকেত দেয় ।

১০) স্বপ্নে নদীর জল কমতে দেখলে পূর্ণের পথ বর্জন করে পাপাচারে লিপ্ত হবার ইঙ্গিত দেয় ।

১১) স্বপ্নে নদীতে কাওকে মাছ ধরতে দেখলে সেই স্বপ্ন শুভ । আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হবে ।

১২) যদি স্বপ্নে নিজের ঘরের বাইরে নদী দেখতে পান তাহলে সেই স্বপ্নের মানে হলো আপনার কোনো অন্যায় কাজের জন্য আপনাকে পরিবারের বাইরে অন্য কারোর দায়িত্ব নিতে হতে পারে ।

১৩) স্বপ্নে নদীতে সাঁতার কাটতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিজের যোগ্যতা দিয়ে সরকারি চাকুরী পেতে পারেন ।

১৪) নদীতে বন্যা হতে দেখলে স্বপ্নদ্রষ্টার সামনে কোনো বিপদের আশঙ্কা রয়েছে ।

১৫) স্বপ্নে কেউ নদীর ঢেউয়ের সাথে নিজেকে দৌড়াতে দেখলে সেই স্বপ্ন ঘনিষ্ঠ কারোর সাথে সম্পর্ক ছিন্ন হবার সংকেত দেয় ।

১৬) স্বপ্নে নদীর জলে মাছ দেখলে সেই স্বপ্ন প্রচুর অর্থ আসার সংকেত দিয়ে থাকে ।

১৭) যদি কেউ স্বপ্নে দেখেন নদীর পরিষ্কার জল ছেড়ে নোংরা কাদামিশ্রিত জল পান করছেন তাহলে সেই ব্যক্তি বিবাহিত সম্পর্কের বাইরে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ।

১৮) স্বপ্নে যদি দেখেন নদীর জলে আপনি পড়ে গেছেন এবং খুব ভয় পেয়ে গেছেন তার মানে হলো আপনি সামাজিক ক্ষেত্রে অপমানিত হতে পারেন ।


তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের পোস্ট ।

পোস্টটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

Post a Comment

0 Comments