প্রত্যেক মানুষ অবচেতন মনে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। এই স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে। মানুষ কেন স্বপ্ন দেখে ? স্বপ্ন কি ? স্বপ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে কি নেই! ইত্যাদি।
কিছু বিজ্ঞানী স্বপ্নকে সাদা কালো বলে অ্যাখ্যায়িত করেছেন। মজার ব্যাপার হলো অনেকে কিন্তু রঙিন স্বপ্নও দেখে! স্বপ্ন যাই হোক না কেন, লোকসংস্কৃতিতে রয়েছে স্বপ্ন অনুযায়ী স্বপ্নের মানে।
একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন। তাই অনেকই স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই হেসে ওঠেন। আবার ভয়ংকর কোন স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। অনেকেই আবার বলেন পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখেছেন। অনেকে শুভ-অশুভ হিসাবে স্বপ্নকে ভাগও করেন।
স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে, সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না। কেন তিনি এমন স্বপ্ন দেখলেন, তা ভেবে বের করতে পারেন না। কিন্তু আপনি কি জানেন যে প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে। স্বপ্ন কখনও প্রতীকের মাধ্যমে বা কখনও সরাসরি ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। এখানে ৭টি পরীক্ষিত স্বপ্ন উল্লেখ করা হল, যারা এই স্বপ্নগুলি দর্শন করে থাকলে ভবিষ্যৎ প্রচুর অর্থের মালিক হবেন।
১) কেউ যদি শস্যদানার স্বপ্ন দেখে থাকেন:স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে, সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না। কেন তিনি এমন স্বপ্ন দেখলেন, তা ভেবে বের করতে পারেন না। কিন্তু আপনি কি জানেন যে প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে। স্বপ্ন কখনও প্রতীকের মাধ্যমে বা কখনও সরাসরি ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। এখানে ৭টি পরীক্ষিত স্বপ্ন উল্লেখ করা হল, যারা এই স্বপ্নগুলি দর্শন করে থাকলে ভবিষ্যৎ প্রচুর অর্থের মালিক হবেন।
স্বপ্নে কেউ যদি ফসল কাটার পর প্রচুর শস্যদানা তার চার পাশে ছড়িয়ে রয়েছে এমন স্বপ্ন যদি ঘুমের মধ্যে দর্শন করে থাকলে, তা হলে বলা চলে অনেক কষ্টের পর বা পরিশ্রমের পর তিনি অনেক অর্থের মালিক হতে চলেছেন।
২) স্বপ্নে কেউ যদি মাংসের টুকরো দর্শন করেন:
স্বপ্নে কেউ যদি থালায় রান্না করা একটি মাংসের টুকরো দর্শন করে থাকেন, তার অর্থ বর্তমানে তিনি যে পরিমাণ অর্থের মালিক, খুব শীঘ্রই তা বেড়ে হবে দ্বিগুণ বা তিন গুণ। তবে মনে রাখতে হবে, যদি কেউ এক টুকরো কাঁচা মাংসের স্বপ্ন দেখেন তার ফল হবে অশুভ ও বিপরীত।
৩) স্বপ্নে কেউ যদি প্রচুর মুদ্রা বা কয়েন বা নতুন টাকার বান্ডিল দর্শন করেন:
এই রকম স্বপ্ন যদি কেউ দেখেন, যে দিকে তাকানো যাক না কেন শুধু টাকার বান্ডিল আর বান্ডিল, এমন স্বপ্ন দেখার অর্থ তিনি বেশ সৌভাগ্যবান। এই স্বপ্ন আশাব্যঞ্জক অবস্থার কথা ঘোষণা করে। শীঘ্রই তিনি জাগতিক দিক থেকে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন, শুধু অর্থ নয় তার সঙ্গে সমস্ত ভোগের সামগ্রীর মালিক হতে চলেছেন।
৪) স্বপ্নে কেউ যদি ৮ (আট) সংখ্যার স্বপ্ন দেখে থাকেন:
৮ সংখ্যার স্বপ্ন মানে নিকট ভবিষ্যতে তিনি ভাবতে পারেননি এমন পরিমাণ অর্থের মালিক হতে চলেছেন। অধিকাংশ ক্ষেত্রে যাঁরা এই স্বপ্ন দেখে থাকেন এবং দেখার পরে অর্থের মালিক হন, তাঁদের প্রথম জীবন খুব অর্থকষ্টের মধ্য দিয়ে কেটে থাকে।
৫) কেউ যদি সোনা বা সোনার তৈরি কিছু, বা সোনার গয়নার স্বপ্ন দেখে:
স্বপ্নে সোনা বা সোনার তৈরি যা কিছুর স্বপ্ন সব সময়েই শুভ। এই স্বপ্নের অর্থ বর্তমান অবস্থা থেকে আরও ভাল অবস্থায় উত্তরণ, ব্যবসায়ে অতি নিকট ভবিষ্যতে প্রচুর অর্থ তার হাতে লাভ হিসেবে আসতে চলেছে। বা অন্য কোনও ভাবে তার কাছে অর্থ বা সম্পদ আসতে চলেছে।
স্বপ্নে যদি কেউ দেখে থেকে তাকে কেউ সোনার তৈরি কিছু উপহার দিচ্ছে, এর মানে অচিরেই তার পদোন্নতি হতে চলেছে।
৬) স্বপ্নে কেউ যদি দেখে থাকে ক্ষীরসমুদ্রে সাঁতার কাটছে বা এমন দেশে গিয়েছে যেখানে চারিদিকে শুধু দুধ আর মধু:
এই জাতীয় স্বপ্ন পৃথিবীর সব দেশেই মানুষ দেখে থাকে খুব প্রাচীন কাল থেকে। এই জাতীয় স্বপ্নের ফল সব সময় খুব শুভ হয়ে থাকে। যারা এই স্বপ্ন দেখে তারা সব সময় আর্থিক স্বচ্ছলতার মধ্যে দিনযাপন করে, তাদের কাছে অর্থের প্রাচুর্য কোনও সময় কমে না, বরং যাতেই হাত দিয়ে থাকে তাতেই সোনা ফলে। এরা চাকরি ও ব্যবসা যা-ই করুক না কেন খুব সহজ ভাবেই অর্থ রোজগার করে থাকে। এরা যত দিন বেঁচে থাকে, কখনওই এদের মনে হয় না অর্থ রোজগার কমে যাবে।
৭) স্বপ্নে কেউ যদি ছোঁ মারতে চলেছে এমন ঈগলকে দেখে থাকে:
এই স্বপ্নের অর্থ, প্রচুর পরিশ্রমের সাফল্যপ্রাপ্তি। অনেক কষ্ট করে কোনও ব্যবসা দাঁড় করানো, তার থেকে মুনাফা অর্জন, টাকাকড়ি জমানো, বাড়ি বা গাড়ির মালিক হওয়া।
YouTube Channel
আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার সাথে পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ।
আগামীদিন হাজির হব নতুন কোনো জ্ঞান নিয়ে ।
ধন্যবাদ ।
0 Comments