স্বপ্নে রাস্তা দেখলে কি হয়?

আপনি কি কখনো স্বপ্নে রাস্তা দেখেছেন? কখনো দেখেছেন কি ঘুমের মধ্যে আপনি রাস্তায় হেঁটে চলেছেন ? আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন স্বপ্নে রাস্তা দেখলে কি হয় ?

নমস্কার, হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই । 


স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি । স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনের ভাষা। মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেই আর এই স্বপ্ন অবচেতন মনের প্রতিক্রিয়া। স্বপ্ন সব সময় সরাসরি কোনও ঘটনাকে হুবহু আমাদের সামনে ঘুমের মধ্যে তুলে ধরে না। বেশির ভাগ ক্ষেত্রে স্বপ্ন আসন্ন ভবিষ্যৎ সম্বন্ধে নির্দেশ দিয়ে থাকে, স্বপ্ন-বিজ্ঞানীর কাছে সেই স্বপ্নের প্রতীক বা ইঙ্গিতের অর্থ জেনে নিতে হয়।

একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন।  অনেকই স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই হেসে ওঠেন।  আবার ভয়ংকর স্বপ্ন দেখলে হঠাৎ ঘুম ভেঙেও যায়। অনেকে স্বপ্নকে  শুভ-অশুভ হিসাবে ভাগও করে থাকেন। অনেকেই আবার বলেন পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখেছেন।  

স্বপ্নে রাস্তা দেখার যেমন কিছু শুভ ফলাফল রয়েছে তেমনি রয়েছে কিছু অশুভ ফলাফলও । তো চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে রাস্তা দেখার অর্থ কি ?

প্রথমেই জেনে নেওয়া যাক স্বপ্নে রাস্তা দেখার কিছু শুভ ফলাফল :

১)  স্বপ্নে রাস্তা দেখলে নানান বিষয়ে জ্ঞান অর্জনের ইঙ্গিত দিয়ে থাকে । 

২) স্বপ্নে যদি দেখেন আপনি রাস্তায় হাঁটছেন তাহলে সেই স্বপ্ন আপনার কর্মজীবনে উন্নতির লক্ষণ । চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে ।

৩) স্বপ্নে যদি সোজা রাস্তা দেখতে পান তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার কোনো সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। 

৪) স্বপ্নে যদি দেখেন আপনি নিজে রাস্তা তৈরী করছেন, তাহলে সেই স্বপ্ন খুবই শুভ । এই স্বপ্ন কোনো জ্ঞানী লোকের কাছ থেকে সদোপদেশ পাওয়ার লক্ষণ এবং অন্যের প্রতি দয়াবান হবার ইঙ্গিত দিয়ে থাকে । 

৫) স্বপ্নে যদি অন্য কাওকে রাস্তা বানাতে দেখেন, তাহলে আপনার পরিবারের সমস্ত অশান্তি এবং ঝগড়া ঝাটির অবসান ঘটবে । 

৬) স্বপ্নে রাস্তায় অনেক ধূলাবালি দেখতে পেলে সেই স্বপ্ন নিকট সফলতা লাভ এবং বিদেশ যাত্রার ইঙ্গিত দিয়ে থাকে ।

৭) স্বপ্নে যদি কেউ বিশাল বড় রাস্তায় নিজেকে চলতে দেখে তাহলে সেই স্বপ্ন প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবার ইঙ্গিত দেয় এবং আপনার মনে উদার ভাব প্রকাশ হবার লক্ষণ ।

৮) আর যদি দেখেন আপনি কোনো সরু রাস্তায় হাঁটছেন, তাহলে সেই স্বপ্ন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কোনো কাজে সফলতা পাবার ইঙ্গিত দিয়ে থাকে ।

৯) স্বপ্নে যদি দেখেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন তাহলে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে ।

১০) আর যদি দেখেন আপনি রাস্তায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার মনের মানুষ খুঁজে পেতে চলেছেন ।

এই ছিল স্বপ্নে রাস্তা দেখার কিছু শুভ ফলাফল । এবার চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে রাস্তা দেখার কিছু অশুভ ফলাফল :

১১) স্বপ্নে যদি অনেকগুলো রাস্তা দেখতে পান, তাহলে সেই স্বপ্ন সিদ্ধান্তহীনতার ইঙ্গিত দিয়ে থাকে ।

১২) যদি স্বপ্নে দেখেন অনেকগুলো রাস্তার মোহনায় আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে সেই স্বপ্ন মতিভ্রষ্ঠ হবার লক্ষণ ।

১৩) স্বপ্নে যদি দেখেন রাস্তায় চলতে চলতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন কিংবা রাস্তা ভুল করেছেন, তাহলে জানবেন, আপনার সামনে কোনো বড় বিপদ আস্তে চলেছে, তাই সাবধানে থাকুন ।

১৪) যদি আপনি দেখেন ফাঁকা রাস্তায় কোনো গাড়িতে চড়ছেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে বাধা আসার লক্ষণ ।

১৫) যদি দেখেন আপনি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন, তাহলে সেই স্বপ্ন অর্থনাশের ইঙ্গিত দিয়ে থাকে । 

১৬) স্বপ্নে যদি আঁকাবাঁকা রাস্তা দেখে থাকেন, সেই স্বপ্ন কোনো খারাপ কাজে লিপ্ত হবার ইঙ্গিত এবং অন্যের প্রতি কম দয়াশীল হবার ইঙ্গিত দেয় ।


পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ।

YouTube Channel

আগামীদিন হাজির হব নতুন কোনো জ্ঞান নিয়ে । আপনার দিনটি শুভ হোক ।

Post a Comment

0 Comments