২০২০ সালের দুর্গাপূজার সময়সূচি - Durga Puja 2020 Date and Time

নমস্কার, হিন্দু শাস্ত্র কথা পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজ আপনি জানতে পারবেন ২০২০ সালের দূর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি   (Durga Puja 2020 Date and Time)।

দূর্গাপূজা সকল বাঙালিদের জন্য একটি বড় উৎসব । দূর্গা পূজার নাম শুনলেই সকলের মন আনন্দে মেতে উঠে । ২০২০ সালের দূর্গাপূজা কখন হবে । কখন হবে মহালয়া । আজ আমি আপনাকে সেটাই বলবো ।
durga-puja-2020-date-and-time

Durga Puja 2020 Date and Time:

২০২০ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি নিচের ভিডিওতেও বর্ণিত হয়েছে,

✽ আপনি কি জানেন ২০২০ সালের দূর্গা পূজা কি চমক নিয়ে আসছে?

✽ হ্যা, মহালয়ার একমাস পর দূর্গাপূজা । ২০২০ সালে ঘটতে চলেছে এই নজিরবিহীন ঘটনা । সাধারণতঃ মহালয়ার ৬ দিন পরেই হয় মায়ের বোধন । আর সেই হিসাবেই সকল বাঙালিরা পূজার প্রস্তুতি নেয় । কিন্তু ২০২০ সালে মহালয়ার 35 দিন পর হবে দুর্গাপূজা ।

২০২০ সালের মহালয়া ১৭ ই সেপ্টেম্বর । আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ ই অক্টোবর । ১৪২৭ সনের আশ্বিন মাসে পড়বে দুটি অমাবস্যা, শাস্ত্রমতে এক মাসে দুটি অমাবস্যা পড়ার কারণে ১৪২৭ সনের আশ্বিন মাসটি হবে মলমাস ।

ঠিক এই কারণেই সামনের বছর পূজো শরতে না হয়ে হবে হেমন্তে । শারদীয় উৎসবও তাই হবে হৈমন্তিক । পুরোহিতরা জানিয়েছেন 17 ই সেপ্টেম্বর আশ্বিনের প্রথম দিন হলো মহালয়া । এইদিন অমাবস্যা পড়েছে । আর ১৬ ই অক্টোবর দ্বিতীয় অমাবস্যা । এই দুই অমাবস্যার জন্য আশ্বিন মাসটি হয়ে গেল মলমাস । আর মলমাসে কোনো শুভকাজ হবে না । সেই কারণেই ২০২০ সালের দুর্গাপূজা পিছিয়ে গেছে কার্তিক মাসে । তবে ১৭ ই সেপ্টেম্বর মহালয়ার দিন সবকিছু নিয়ম মেনেই হবে ।

এই বিরল ঘটনা কিন্তু ২০২০ সালের আগেও ঘটেছিল । ২০০১ সালে এবং তার আগে ১৯৮২ সালে ঠিক একই ঘটনা ঘটেছিলো । তাহলে আমরা সকলেই বলতে পারি যে ২০২০ সালের দুর্গাপূজা সকলের জীবনে নিয়ে আসতে চলেছে খুব বড় চমক ।

তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক ২০২০ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি ।

Durga Puja 2020 Dates:


১৭ ই সেপ্টেম্বর, পৈলা আশ্বিন, বৃহস্পতিবার মহালয়া ।

তার ঠিক ৩৫ দিন পর হবে মহাপঞ্চমী অর্থাৎ

২১ শে অক্টোবর, চৌঠা কার্তিক, বুধবার, মহাপঞ্চমী ।

২২ শে অক্টোবর, ৫ই কার্তিক, বৃহস্পতিবার, মহাষষ্ঠী ।

২৩ শে অক্টোবর, ৬ই কার্তিক, শুক্রবার, মহাসপ্তমী ।

২৪ শে অক্টোবর, ৭ই কার্তিক, শনিবার, মহাষ্টমী ।

২৫ শে অক্টোবর, ৮ই কার্তিক, রবিবার, মহানবমী ।

২৬ শে অক্টোবর, ৯ই কার্তিক, সোমবার, বিজয়া দশমী ।

বিজয়া দশমীর ঠিক ৩ দিন পরই হবে কোজাগরী লক্ষ্মীপূজা, তারিখটি হলো -

৩০ শে অক্টোবর, ১৩ই কার্তিক, শুক্রবার, কোজাগরী লক্ষ্মীপূজা


আমাদের আজকের প্রস্তুতি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর যতটা সম্ভব শেয়ার
করুন

আর একটি ছোট্ট অনুরোধ সকলের কাছে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

Post a Comment

0 Comments