নমস্কার, হিন্দু শাস্ত্র কথা পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজ আপনি জানতে পারবেন ২০২০ সালের দূর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি (Durga Puja 2020 Date and Time)।
দূর্গাপূজা সকল বাঙালিদের জন্য একটি বড় উৎসব । দূর্গা পূজার নাম শুনলেই সকলের মন আনন্দে মেতে উঠে । ২০২০ সালের দূর্গাপূজা কখন হবে । কখন হবে মহালয়া । আজ আমি আপনাকে সেটাই বলবো ।
দূর্গাপূজা সকল বাঙালিদের জন্য একটি বড় উৎসব । দূর্গা পূজার নাম শুনলেই সকলের মন আনন্দে মেতে উঠে । ২০২০ সালের দূর্গাপূজা কখন হবে । কখন হবে মহালয়া । আজ আমি আপনাকে সেটাই বলবো ।
Durga Puja 2020 Date and Time:
২০২০ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি নিচের ভিডিওতেও বর্ণিত হয়েছে,
✽ আপনি কি জানেন ২০২০ সালের দূর্গা পূজা কি চমক নিয়ে আসছে?
✽ হ্যা, মহালয়ার একমাস পর দূর্গাপূজা । ২০২০ সালে ঘটতে চলেছে এই নজিরবিহীন ঘটনা । সাধারণতঃ মহালয়ার ৬ দিন পরেই হয় মায়ের বোধন । আর সেই হিসাবেই সকল বাঙালিরা পূজার প্রস্তুতি নেয় । কিন্তু ২০২০ সালে মহালয়ার 35 দিন পর হবে দুর্গাপূজা ।
২০২০ সালের মহালয়া ১৭ ই সেপ্টেম্বর । আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ ই অক্টোবর । ১৪২৭ সনের আশ্বিন মাসে পড়বে দুটি অমাবস্যা, শাস্ত্রমতে এক মাসে দুটি অমাবস্যা পড়ার কারণে ১৪২৭ সনের আশ্বিন মাসটি হবে মলমাস ।
ঠিক এই কারণেই সামনের বছর পূজো শরতে না হয়ে হবে হেমন্তে । শারদীয় উৎসবও তাই হবে হৈমন্তিক । পুরোহিতরা জানিয়েছেন 17 ই সেপ্টেম্বর আশ্বিনের প্রথম দিন হলো মহালয়া । এইদিন অমাবস্যা পড়েছে । আর ১৬ ই অক্টোবর দ্বিতীয় অমাবস্যা । এই দুই অমাবস্যার জন্য আশ্বিন মাসটি হয়ে গেল মলমাস । আর মলমাসে কোনো শুভকাজ হবে না । সেই কারণেই ২০২০ সালের দুর্গাপূজা পিছিয়ে গেছে কার্তিক মাসে । তবে ১৭ ই সেপ্টেম্বর মহালয়ার দিন সবকিছু নিয়ম মেনেই হবে ।
এই বিরল ঘটনা কিন্তু ২০২০ সালের আগেও ঘটেছিল । ২০০১ সালে এবং তার আগে ১৯৮২ সালে ঠিক একই ঘটনা ঘটেছিলো । তাহলে আমরা সকলেই বলতে পারি যে ২০২০ সালের দুর্গাপূজা সকলের জীবনে নিয়ে আসতে চলেছে খুব বড় চমক ।
তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক ২০২০ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি ।
তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক ২০২০ সালের দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি ।
Durga Puja 2020 Dates:
১৭ ই সেপ্টেম্বর, পৈলা আশ্বিন, বৃহস্পতিবার মহালয়া ।
তার ঠিক ৩৫ দিন পর হবে মহাপঞ্চমী অর্থাৎ
২১ শে অক্টোবর, চৌঠা কার্তিক, বুধবার, মহাপঞ্চমী ।
২২ শে অক্টোবর, ৫ই কার্তিক, বৃহস্পতিবার, মহাষষ্ঠী ।
২৩ শে অক্টোবর, ৬ই কার্তিক, শুক্রবার, মহাসপ্তমী ।
২৪ শে অক্টোবর, ৭ই কার্তিক, শনিবার, মহাষ্টমী ।
২৫ শে অক্টোবর, ৮ই কার্তিক, রবিবার, মহানবমী ।
২৬ শে অক্টোবর, ৯ই কার্তিক, সোমবার, বিজয়া দশমী ।
বিজয়া দশমীর ঠিক ৩ দিন পরই হবে কোজাগরী লক্ষ্মীপূজা, তারিখটি হলো -
৩০ শে অক্টোবর, ১৩ই কার্তিক, শুক্রবার, কোজাগরী লক্ষ্মীপূজা ।
আর একটি ছোট্ট অনুরোধ সকলের কাছে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
0 Comments