নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজকে আমি আপনাদের বলবো - শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই ১০টি কাজ, হতে পারে সর্বনাশ ।
শ্রাবন মাস বাংলা ক্যালেন্ডারে খুব একটি গুরুত্বপূর্ণ মাস । এই মাসে পূজো হয়ে থাকে দেবাদিদেব মহাদেবের । ১৭ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে শ্রাবন মাস । এই মাসের শুরু থেকে হিন্দু ধর্মের মানুষেরা পুন্য লাভের আসায় এবং সংসারের সুখ শান্তির জন্য শিব মন্দিরে গিয়ে জল ঢেলে আসেন এবং ভোলা মহেশ্বরের পূজো করেন । মহাদেবের উদ্দেশ্যে ধূপ, সুগন্ধি এবং চন্দন নিবেদন করেন । তবে শ্রাবন মাসে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মহাদেব আমাদের উপর কুপিত হন ।
শ্রাবন মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ বলে জানায় শিবপুরান । যদি এটিকে কেও কুসংস্কার বলে মনে করেন তাহলে বলে দিতে চাই এর পিছনে রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ । বর্ষা ঋতুতে বেগুন সহজেই নষ্ট হয়ে পড়ে ।
শ্রাবন মাসে কাঁচা দুধ পান একেবারেই নিষিদ্ধ এবং এই মাসে শিব লিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো হয় । অনেকে বলে থাকেন এটি দুধের অপচয় মাত্র কিন্তু এর পিছনেও রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ । ত্রিদোষের মধ্যে বর্ষাকালে বায়ুদোষ প্রবল এবং এই ঋতুতে কাঁচা দুধ পান বায়ুদোষকে বাড়িয়ে তোলে ।
তাই এই মাসে দুধ পান না করে শিবকে দুধ দিয়ে স্নান করানোই মঙ্গল ।
শ্রাবন ধারায় যেমন ধরণী শুদ্ধ হয় তেমনি এই ঋতুতে শাক জাতীয় খাবারে পোকা লাগার সম্ভাবনা খুব বেশি থাকে তাই শ্রাবন মাসে শাক জাতীয় খাবার নিষিদ্ধ বলে জানায় শিব পুরান ।
এই মাসে ব্রত ধারীদের মদ্য পান নিষিদ্ধ এবং সেই সঙ্গে সারা মাস ধরে নিরামিষ খাবার গ্রহণের বিধান দেয় শাস্ত্র ।
যেহেতু এই মাসে উপবাস করে পূজো করা হয় মহাদেবের তাই পূজো শেষ না করে কেও উপবাস ভঙ্গ করবেন না ।
এই মাসে মাছদের খেতে দিন এবং মাছেদের খাবার দেবার সময় শিব পার্বতীকে স্মরণ করুন এতে আপনার অর্থ ভাগ্য ভালো হবে এবং অর্থ কষ্ট দূর হবে তবে ভুল করেও মাছের ক্ষতি করার চেষ্টা করবেন না ।
এই মাসে ভুলেও সর্প নিধন করবেন না তাহলে কিন্তু আপনার জীবনেই সমস্যা নেমে আসতে পারে ।
এই মাসে দাঁড়ি না কমানোই মঙ্গল ।
এই মাসে ভুলেও আমিষ আহার করবেন না । যদি আমিষ আহার করতেই হয় তাহলে অন্তত প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন ।
এই মাসে বাড়িতে জগড়া ঝাটি করবেন না । বাড়ির পরিবেশ সুস্থ রাখার চেষ্টা করুন ।
তো দর্শকেরা এই ছিলো আমাদের আজকের প্রস্তুতি । ভালো লাগলে লাইক করার সাথে সাথে নিচে "ওম নমঃ শিবায় " কমেন্ট করুন । আর এই ধরণের আরো পোস্ট পেতে এখুনি এই ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন ।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
Sraban - Har Har Mahadev
শ্রাবন মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ বলে জানায় শিবপুরান । যদি এটিকে কেও কুসংস্কার বলে মনে করেন তাহলে বলে দিতে চাই এর পিছনে রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ । বর্ষা ঋতুতে বেগুন সহজেই নষ্ট হয়ে পড়ে ।
শ্রাবন মাসে কাঁচা দুধ পান একেবারেই নিষিদ্ধ এবং এই মাসে শিব লিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো হয় । অনেকে বলে থাকেন এটি দুধের অপচয় মাত্র কিন্তু এর পিছনেও রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ । ত্রিদোষের মধ্যে বর্ষাকালে বায়ুদোষ প্রবল এবং এই ঋতুতে কাঁচা দুধ পান বায়ুদোষকে বাড়িয়ে তোলে ।
তাই এই মাসে দুধ পান না করে শিবকে দুধ দিয়ে স্নান করানোই মঙ্গল ।
শ্রাবন ধারায় যেমন ধরণী শুদ্ধ হয় তেমনি এই ঋতুতে শাক জাতীয় খাবারে পোকা লাগার সম্ভাবনা খুব বেশি থাকে তাই শ্রাবন মাসে শাক জাতীয় খাবার নিষিদ্ধ বলে জানায় শিব পুরান ।
এই মাসে ব্রত ধারীদের মদ্য পান নিষিদ্ধ এবং সেই সঙ্গে সারা মাস ধরে নিরামিষ খাবার গ্রহণের বিধান দেয় শাস্ত্র ।
যেহেতু এই মাসে উপবাস করে পূজো করা হয় মহাদেবের তাই পূজো শেষ না করে কেও উপবাস ভঙ্গ করবেন না ।
এই মাসে মাছদের খেতে দিন এবং মাছেদের খাবার দেবার সময় শিব পার্বতীকে স্মরণ করুন এতে আপনার অর্থ ভাগ্য ভালো হবে এবং অর্থ কষ্ট দূর হবে তবে ভুল করেও মাছের ক্ষতি করার চেষ্টা করবেন না ।
এই মাসে ভুলেও সর্প নিধন করবেন না তাহলে কিন্তু আপনার জীবনেই সমস্যা নেমে আসতে পারে ।
এই মাসে দাঁড়ি না কমানোই মঙ্গল ।
এই মাসে ভুলেও আমিষ আহার করবেন না । যদি আমিষ আহার করতেই হয় তাহলে অন্তত প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন ।
এই মাসে বাড়িতে জগড়া ঝাটি করবেন না । বাড়ির পরিবেশ সুস্থ রাখার চেষ্টা করুন ।
তো দর্শকেরা এই ছিলো আমাদের আজকের প্রস্তুতি । ভালো লাগলে লাইক করার সাথে সাথে নিচে "ওম নমঃ শিবায় " কমেন্ট করুন । আর এই ধরণের আরো পোস্ট পেতে এখুনি এই ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন ।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।
0 Comments