এই ৪ নামের মানুষ সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেন

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই । আজ আমি আপনাদের বলবো এমন চার নামের মানুষের কথা যারা জীবনে খুব দুঃখ কষ্ট ভোগ করে থাকেন ।.

এই ৪ নামের মানুষ সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেন
দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়েনা এই চার নামের মানুষদের

আমাদের অনেকেরই  ধারণা যে – সত্যিই যদি কোন ‘পরম করুণাময়’ সৃষ্টিকর্তা থাকে, তাহলে পৃথিবীতে এত দুঃখ, কষ্ট, অসুখ, অভাব লেগে থাকতো না – তার মানে এই না যে কোন পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই। এর মানে এটাই যে সৃষ্টিকর্তা কি উদ্দেশে পৃথিবী তৈরি করেছেন, তা হয়ত আপনি বুঝে উঠতে পারেন নি। পৃথিবীতে কোন সমস্যা থাকার মানে এই না যে কোন পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এর মানে এটাই যে আপনি সৃষ্টিকর্তার সম্পর্কে নিজে নিজেই কিছু একটা ধারণা করে নিয়েছেন, যেটা একেবারেই সঠিক নয়। যদি জীবনে দুঃখ না থাকতো তাহলে হয়তো আপনি 'সুখ' শব্দটির মানেই জানতেই পারতেন না ।

সকল মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়েই থাকে । তবে এমন কিছু মানুষ আছেন যাদের সারা জীবন ধরে শুধুমাত্র দুঃখ কষ্ট লেগেই থাকে । কথায় বলে  হাতের রেখা দিয়ে যেমন মানুষের ভবিষ্যৎ জানা যায় তেমনি নামের প্রথম অক্ষর দিয়ে জানতে পারা যায় যে মানুষের জীবন কেমন কাটবে । সংখ্যাতত্ত্ব অনুসারে এই চার নামের মানুষেরা জীবনে চরম দুঃখ কষ্ট ভোগ করে থাকেন । তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন নামের মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে ।

১) B : যাদের নাম 'B' দিয়ে শুরু তাঁরা খুবই নরম মনের মানুষ হয়ে থাকে । খুব ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায় । আর এই সহজ সরল মানসিকতার সুযোগ নিয়ে বহু মানুষ তাঁদের ক্ষতি করার চেষ্টা করে। এই নামের মানুষেরা সাধারণতঃ রোমান্টিক হয় এবং এঁদের লাভ ম্যারেজ হয়ে থাকে । এঁরা খুবই পরিশ্রমী হয় আর বিপদসংকুল জায়গায় কাজ করতে পছন্দ করে । টাকার গুরুত্ব এঁদের কাছে অনেক বেশি । এঁদের খুব বেশি বন্ধুবান্ধব থাকে না । তবে কোনো বন্ধু থাকলে তার সাথে খুব গভীর সম্পর্ক থাকে ।

২) J : যাদের নাম 'J ' দিয়ে শুরু তাঁরা খুব সাহসী এবং ক্ষমতা লোভী থাকেন । এর জন্য অনেকেই চেষ্টা করেন এঁদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবার । এঁরা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পছন্দ করেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রানপন চেষ্টা করে থাকেন । প্রেমের দিক থেকে এঁরা একটু দূরে থাকেন । মাঝে মাঝে খুব আলস্যতা এদেরকে চেঁপে ধরে । তাই সমস্যায় পড়তে পারেন । 

৩) P : যাদের নাম 'P' দিয়ে শুরু তাঁরা যে কোনো বিষয়ে খুব আগ্রহী হয়ে থাকেন । নতুন নতুন জিনিস জানতে খুব পছন্দ করেন । এঁদের মধ্যে শিক্ষক হয়ে উঠার প্রবণতা থাকে । তবে এঁরা একটু একা থাকতে পছন্দ করেন যার জন্য এঁরা কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারেন না এবং নিজের মনের দুঃখ কষ্ট নিজের মধ্যেই জমিয়ে রাখেন । তাই এঁদেরকে সবাই পছন্দও করেন না । 

৪) S : যাদের নামের প্রথম অক্ষর 'S' তাঁরা সবসময় নতুন নতুন জিনিস নিয়ে ভাবতে ভালোবাসে । এঁরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বের করে আনার বিশ্বাস রাখেন । এঁরা মানুষকে সহজেই বিশ্বাস করেন আর মানুষ এঁদের বিশ্বাসের সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করেন । এঁরা প্রেম বা স্বামীর খুব বিশ্বস্ত হয় । নিজে কষ্ট সহ্য করে অন্যকে সুখী রাখার চেষ্টা করেন এঁরা । খুবই সরল মনের মানুষ এঁরা । এই সরলতাই এঁদের সবচেয়ে বড় দুর্বলতা ।

তাছাড়া যাদের নামের শুরুতে 'O' বা 'Z ' থাকে তাঁদের ধর্মীয় দিকে আগ্রহ বেশি থাকে আর যাদের নাম 'R' বা 'K' দিয়ে শুরু তারা অত্যন্ত পসেসিভ হয়ে থাকে ।

যাদের নাম এই চারটি অক্ষর দিয়ে শুরু তাদেরকে আমি বলবো যতটা সম্ভব আপনারা ঝগড়াঝাটি, ঝামেলা এড়িয়ে চলুন । আর মন শান্ত রাখুন যেন যে কোনো পরিস্থিতিতে আপনারা মাথা ঠান্ডা করে সামাল দিতে পারেন । দিনের বেশিরভাগ সময় ভগবান শিবের নাম করুন "ওঁ নমঃ শিবায়", দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট অনেকটাই কমে যাবে ।

আজকের পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের সাথে । আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার নামের প্রথম অক্ষরটি কি ।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

Post a Comment

0 Comments