নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । আজ আমি আপনাদের বলবো শুভ কাজে যাবার আগে এমন কি করলে সেই কাজে সাফল্য লাভ করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবেন না । আমরা সকলেই জানি শুভ কাজ কখনো দেরি করে করতে নেই । শুভ দিনক্ষণ দেখে শুভ কাজের জন্য প্রস্তুতি নিতে হয় । কিন্তু আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো মানলে আপনার কাজে সাফল্য আসবেই । আজ আমরা সেই সব তথ্যাবলী সম্পর্কে জানব ।
সকলের কাছে শুভ কাজের ব্যাখ্যা আলাদা আলাদা । কারণ হয়তো একজনের চোখে যেটা শুভ কাজ অন্য কারোর চোখে সেটা অশুভ বলে মনে হতে পারে । যেমন ধরুন কেউ একজন মাছ বিক্রি করেন তো তাঁর কাছে সেটা শুভ কাজ কিন্তু অন্য কারোর চোখে সেটা একধরণের প্রাণী হত্যা বলে মনে হতে পারে । তো শুভ কাজে বেরোনোর আগে আমাদের কিছু নিয়মকানন মেনে চলা উচিত যেন সেই কাজে সাফল্য আসে ।
১) শুভ কাজে যাবার আগে কপালে চন্দনের ফোটা পরে যাওয়া ভালো ।
২) শুভ কাজের জন্য বেরোনোর আগে মুখে একটু দই নিয়ে খেয়ে গেলে সেই কাজে সফলতা আসে ।
৩) ঘর থেকে বেরোনোর সময় মাছ দেখে বেরোনো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে ।
৪) বেরোনোর সময় ঘরের দরজার কোণে যদি জল, ফুল, বেলপাতা ভর্তি তামার ঘটি দেখে বের হন তাহলে যে কাজে যাবেন সেই কাজে সফলতা আসবে ।
৫) বাড়ি থেকে কখনো ঝগড়াঝাটি করে বেরোবেন না, মন পরিষ্কার রেখে বেরুন । বেরোনোর সময় গুরুজনদের প্রণাম করে বেরোবেন ।
৬) ঘর থেকে বেরোনোর সময় ডান পা আগে ঘরের বাইরে রাখুন ।
যে কোনো কাজে সফলতা পাবার জন্য নিজের মধ্যে ভরসা রাখুন । কখনোই আত্মবিশ্বাস হারাবেন না । নিজের যতটা সম্ভব পুরোটা উজাড় করে দিয়ে কাজ করবেন, সফলতা আসবেই । নেতিবাচক চিন্তা ভাবনা একেবারেই করবেন না । জীবনের অনেক সময় অনেক খারাপ কিছু ঘটতেই পারে । কিন্তু সেই সব জিনিস মনে রেখে একদম চলবেন না । অতীতের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যান সাফল্য আসবেই । সফলতা পেতে শঙ্কা-আশঙ্কা করা বন্ধু করুন আজ থেকেই । যে কোনো কাজ করার আগে সবদিক ভেবে চিন্তে নেওয়া উচিত , হুট্ করে কোনো কাজ করা উচিত নয় ।
তাছাড়া এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রতিদিন আপনাকে করা উচিত । রোজ রাতের বেলার গুমানোর আগে ভালো করে হাত পা ধুয়ে বিছানায় যাওয়া উচিত এবং ঘুমানোর আগে ঈশ্বরের নাম করে অর্থাৎ যার যার গুরুদেবের নাম নিয়ে উনার কাছে নিজেকে সমর্পন করে দেওয়া উচিত । আর পরদিন ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুরের নাম নিন আর বাড়ির গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করুন । দেখবেন দিনের সবকিছু খুব ভালো ভাবে কাটছে ।
আশা করি আজকের পোস্টটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন ।
সকলের কাছে শুভ কাজের ব্যাখ্যা আলাদা আলাদা । কারণ হয়তো একজনের চোখে যেটা শুভ কাজ অন্য কারোর চোখে সেটা অশুভ বলে মনে হতে পারে । যেমন ধরুন কেউ একজন মাছ বিক্রি করেন তো তাঁর কাছে সেটা শুভ কাজ কিন্তু অন্য কারোর চোখে সেটা একধরণের প্রাণী হত্যা বলে মনে হতে পারে । তো শুভ কাজে বেরোনোর আগে আমাদের কিছু নিয়মকানন মেনে চলা উচিত যেন সেই কাজে সাফল্য আসে ।
১) শুভ কাজে যাবার আগে কপালে চন্দনের ফোটা পরে যাওয়া ভালো ।
২) শুভ কাজের জন্য বেরোনোর আগে মুখে একটু দই নিয়ে খেয়ে গেলে সেই কাজে সফলতা আসে ।
৩) ঘর থেকে বেরোনোর সময় মাছ দেখে বেরোনো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে ।
৪) বেরোনোর সময় ঘরের দরজার কোণে যদি জল, ফুল, বেলপাতা ভর্তি তামার ঘটি দেখে বের হন তাহলে যে কাজে যাবেন সেই কাজে সফলতা আসবে ।
৫) বাড়ি থেকে কখনো ঝগড়াঝাটি করে বেরোবেন না, মন পরিষ্কার রেখে বেরুন । বেরোনোর সময় গুরুজনদের প্রণাম করে বেরোবেন ।
৬) ঘর থেকে বেরোনোর সময় ডান পা আগে ঘরের বাইরে রাখুন ।
যে কোনো কাজে সফলতা পাবার জন্য নিজের মধ্যে ভরসা রাখুন । কখনোই আত্মবিশ্বাস হারাবেন না । নিজের যতটা সম্ভব পুরোটা উজাড় করে দিয়ে কাজ করবেন, সফলতা আসবেই । নেতিবাচক চিন্তা ভাবনা একেবারেই করবেন না । জীবনের অনেক সময় অনেক খারাপ কিছু ঘটতেই পারে । কিন্তু সেই সব জিনিস মনে রেখে একদম চলবেন না । অতীতের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যান সাফল্য আসবেই । সফলতা পেতে শঙ্কা-আশঙ্কা করা বন্ধু করুন আজ থেকেই । যে কোনো কাজ করার আগে সবদিক ভেবে চিন্তে নেওয়া উচিত , হুট্ করে কোনো কাজ করা উচিত নয় ।
তাছাড়া এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রতিদিন আপনাকে করা উচিত । রোজ রাতের বেলার গুমানোর আগে ভালো করে হাত পা ধুয়ে বিছানায় যাওয়া উচিত এবং ঘুমানোর আগে ঈশ্বরের নাম করে অর্থাৎ যার যার গুরুদেবের নাম নিয়ে উনার কাছে নিজেকে সমর্পন করে দেওয়া উচিত । আর পরদিন ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুরের নাম নিন আর বাড়ির গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করুন । দেখবেন দিনের সবকিছু খুব ভালো ভাবে কাটছে ।
আশা করি আজকের পোস্টটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন ।
0 Comments